Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Viral Video

প্রোফাইলে বিবাহিত মহিলার ছবি ব্যবহার করে বিতর্ক, কী ভাবে ওই কাণ্ড ঘটল? ব্যাখ্যা দিল ঘটকালি সংস্থা

স্বাতীর ছবি ব্যবহার করে ওই প্রোফাইলটি ‘নিত্যা রাজা সেকার’ নামে এক জনের নামে খোলা হয়েছিল। প্রোফাইলটি সংস্থার ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ পরিষেবার মধ্য পড়ে বলে জানিয়েছেন সংস্থার সিইও।

Online Matchmaking Company responds after photo of a married woman used in fake profile

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৩
Share: Save:

সংস্থার বিজ্ঞাপনে বিবাহিত মহিলার ছবি ব্যবহার নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে এ বার মুখ খুলল ওই অনলাইন ঘটকালি সংস্থা। সংস্থার তরফে ক্ষমাও চাওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। সংস্থার একটি প্রোফাইলে স্বাতী মুকুন্দ নামে এক মহিলার ছবি ব্যবহার করা হয়েছিল। সেই প্রোফাইলে দাবি করা হয়েছিল, ওই সংস্থার মাধ্যমেই জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন মহিলা। যদিও বিষয়টি সর্বৈব ভাবে মিথ্যা। বিষয়টি নজরে আসতেই সরব হন ওই মহিলা। ইনস্টাতে পুরো বিষয়টি জানিয়ে একটি ভিডিয়োও পোস্ট করেন স্বাতী। জানান, তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও একটি প্রোফাইলে তাঁর ছবি ব্যবহার করেছে ওই সংস্থা। অনলাইন সংস্থার এই কাণ্ড প্রতারণা বলেও দাবি করেছেন স্বাতী। ভিডিয়োতে নিজের স্বামীকে দেখিয়ে স্বাতী এ-ও জানিয়েছেন যে, তাঁর বিয়ে কোনও ঘটকালি সংস্থার সাহায্যে হয়নি। সেই ভিডিয়োয় প্রকাশ্যে আসে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

বিষয়টি নিয়ে জলঘোলা হওয়ার পর এ বার বিবৃতি জারি করল ওই অনলাইন ঘটকালি সংস্থা। এনডিটিভিকে দেওয়া এক বিবৃতিতে ওই সংস্থার সিইও ব্যাখ্যা করেছেন, বিতর্কিত প্রোফাইলটি সংস্থার নেটওয়ার্কের অন্য একটি প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছিল। ওই নেটওয়ার্কে পাত্র বা পাত্রীর বাবা-মা বা অন্য আত্মীয়েরাও প্রোফাইল তৈরি পারেন। এর ফলে অনেকেই কখনও কখনও এই পরিষেবার অপব্যবহার করে ভুয়ো প্রোফাইল ব্যবহার করেন। সেখানে ভুল ছবিও ব্যবহার করা হয়। তিনি স্বীকার করেছেন, অনলাইন ঘটকালির পুরো ক্ষেত্রেরই এটি সমস্যা। তাঁর কথায়, ‘‘এটি সম্পূর্ণ রূপে প্রতিরোধ করার নিশ্ছিদ্র উপায় নেই।’’ পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চেয়ে ওই সংস্থার সিইও বলেছেন, ‘‘ওই মহিলার অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। আমরা এই প্রোফাইলটি ব্লক করেছি এবং কী ভাবে এই প্রোফাইল তৈরি হল তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছি।’’

উল্লেখ্য, স্বাতীর ছবি ব্যবহার করে ওই প্রোফাইলটি ‘নিত্যা রাজা সেকার’ নামে এক জনের নামে খোলা হয়েছিল। প্রোফাইলটি সংস্থার ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ পরিষেবার মধ্য পড়ে বলে জানিয়েছেন সংস্থার সিইও। তিনি এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় সতর্ক থাকার জন্য পরামর্শও দিয়েছেন জনগণকে।

অন্য বিষয়গুলি:

Viral Video matrimonial site Matrimony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE