জঙ্গলের পাহারাদার সাজল বনের বাঘ! ভাবখানা এমন যেন তার অনুমতি মিললেই প্রবেশ করা যাবে গভীর বনে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে একটি বাঘ বনের গভীরে একটি অফিসের প্রবেশপথে শান্ত ভাবে বসে আছে। চোরাশিকার ঠেকাতে বনের ভিতরে রয়েছে একটি শিবির বা অফিস । সেই অফিসের প্রবেশপথের সামনে শান্ত ভাবে বসে থাকতে দেখা গিয়েছে বনের পশুটিকে। বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ এক্স মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাঘটি বনের গভীরে একটি অফিসের প্রবেশপথে শান্ত ভাবে বসে আছে। তবে ছবিটি কোথায় তোলা হয়েছে সে ব্যাপারে পোস্টে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে এই আকর্ষণীয় পোস্টটি ঝড় তুলেছে। মঙ্গলবার সুশান্ত সেই ছবিটি পোস্ট করে লেখেন, ‘‘বনের গভীরে একটি শিকার-বিরোধী শিবিরে আসল বনরক্ষী।’’ অর্থাৎ, তাদের রক্ষা করতে যে শিবির তৈরি করা হয়েছে সেখানেই পাহারা দিতে এসে বসে গিয়েছে বনের রাজা। তিনি বাঘটিকে জঙ্গলের ‘আসল রক্ষক’ বলে উল্লেখ করেছেন।
ছবিটি ভাল করে লক্ষ করলে বোঝা যাবে, সেখানে একটি নয়, দু’টি বাঘ উপস্থিত। বন দফতরের কার্যালয়ের সামনে গাছের নীচে বসে থাকা দ্বিতীয় বাঘটিকে দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। ১৮ ফেব্রুয়ারি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটি ৬ হাজার বার দেখা হয়েছে। প্রচুর নেটমাধ্যম ব্যবহারকারী এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘অফিসের গেটে বসে থাকা বাঘটি হয়তো তার ‘প্রেমিকা’র জন্য অপেক্ষা করছে।’’ অনেকেই পোস্টে ভালবাসার ইমোজি দিয়েছেন।