গাছের পাতার আড়াল থেকে টুক করে নেমে এসে খাবার নিয়ে নিমেষে উধাও হয়ে যেতে দেখা যায় কাঠবিড়ালিকে। স্বভাবে ভিতু এই প্রাণীটির একটি প্রজাতি রয়েছে, যারা এক গাছ থেকে উড়তে পারে আর এক গাছে। রাতের অন্ধকারে উড়ন্ত এক কাঠবিড়ালির এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। বন দফতরের এক আধিকারিকের পোস্ট করা একটি ভিডিয়োয় অন্ধকার আকাশের নীচে গাছের মধ্য দিয়ে উড়ন্ত কাঠবিড়ালীর ঝাঁপিয়ে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে। শিবকুমার গাঙ্গল নামের ওই আধিরকারিক নিজের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন।
১৫ ফেব্রুয়ারি পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাঠবিড়ালিটি এক গাছ থেকে অন্য একটি গাছে উড়ে যাওয়ার সময় তার ডানাটি সম্পূর্ণ মেলে দিয়েছে। প্রাণীটির ওড়ার সময় তার গায়ে আলো পড়ায় একটি আধিভৌতিক পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ঘটনাটি আশ্চর্যজনক বলেও মন্তব্য করেছেন অনেকে। শিবকুমার তাঁর পোস্টে লিখেছেন, দু’বছর আগে হলেও উড়ন্ত কাঠবিড়ালির অস্তিত্বে তিনি বিশ্বাস করতেন না। এখন তিনি জানেন এটি প্রকৃতির অন্যতম বিস্ময়। ১২ সেকেন্ডের ভিডিয়োটি সংক্ষিপ্ত হলেও তাতে প্রাণীটির আশ্চর্য ক্ষমতাটি ধরা পড়েছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, উড়ন্ত কাঠবিড়ালিটি একটি পাতার ডাল থেকে লাফিয়ে লাফিয়ে, বাতাসে ওড়ে এবং অন্য গাছে বিনা বাধায় নেমে পড়ে। এই সহজ উড়ান দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরাও। মন্তব্যবাক্সে এক জন লিখেছেন, ‘‘১০ বছর আগে কর্নাটকের জঙ্গলে থাকার সময় আমি ওদের দেখেছিলাম।’’ দ্বিতীয় এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিশ্বাস করতে পারছি না, সত্যিই অসাধারণ।’’