কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় নির্ধারিত মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থার ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্টের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ইয়ং প্রফেশনাল পদে। শূন্যপদ রয়েছে তিনটি। সংশ্লিষ্ট পদে আগামী দু’বছরের জন্য কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭০,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের মার্কেটিং/ সেলস, রিটেল ম্যানেজমেন্ট, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট এবং অপারেশন্স ম্যানেজমেন্টে এমবিএ বা সমতুল ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে প্রতি ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ থাকা জরুরি। এ ছাড়া প্রয়োজন মার্কেটিং বা সমগোত্রীয় ক্ষেত্রে ন্যূনতম দু’বছরের পেশাদারি অভিজ্ঞতাও।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ১৮ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের প্র্যাক্টিক্যাল পরীক্ষা, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ-সহ অন্যান্য বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।