সকাল সকাল গাড়ি নিয়ে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকের দল। পর্যটকদের দেখে তাঁদের গাড়ির সামনে হাজির হল তিনটি বাঘ। পর্যটকদের সামনে তূরীয় মেজাজে ঘোরাফেরা করতে শুরু করল তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রণথম্ভোরপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পর্যটকদের গাড়ির সামনে এসে হাজির হয়েছে তিনটি বাঘ। জঙ্গলের রাস্তার এক দিক থেকে অন্য দিকে হাঁটাহাঁটি করছে তারা। গাড়ির ভিতর থেকে পর্যটকেরা বাঘগুলির দিকে ক্যামেরা তাক করে থাকলেও পর্যটকদের কোনও পাত্তাই দিল না তারা। তূরীয় মেজাজে রাস্তায় ঘোরাঘুরি করে আবার জঙ্গলের ভিতর চলে গেল বাঘগুলি।
ঘটনাটি সম্প্রতি রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্নে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বহু দিন ধরেই গভীর জঙ্গলে সাফারি করার ইচ্ছা রয়েছে আমার। হাতের নাগালে বন্য জন্তুরা ঘোরাফেরা করছে তা দেখার অভিজ্ঞতাই আলাদা।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বন্যেরা বনেই সুন্দর থাকে। সেখানে মানুষের আনাগোনা বাড়লেই মুশকিল।’’