কতটা ‘বীর’ তিনি, তা দেখানোর জন্য খাটিয়ার এ পাশ থেকে ও পাশ লাফাচ্ছিলেন এক বধূ। কিন্তু কেরামতি দেখাতে সেই খাটিয়াতেই হোঁচট খেয়ে ধরাশায়ী হলেন তিনি। এমনই একটি মজার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন এক বধূ। তাঁর পরনে সবুজ রঙের একটি চুড়িদার। ফোনের ক্যামেরা চালু করে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এর পর বাড়ির সামনে উল্টে রাখা একটি খাটিয়া সোজা করেন ওই বধূ। পিছনে ফিরে ক্যামেরায় ইশারা করেন। তার পরেই দৌড়়ে গিয়ে খাটিয়ার এ পাশ থেকে ও পাশ লাফাতে শুরু করেন। কয়েক মুহূর্ত পরে আরও সাহসী হয়ে ওঠেন বধূ। এর পর খাটিয়া আড়াআড়ি ভাবে রেখে তার উপর দিয়ে লাফানোর চেষ্টা করেন। আর তখনই বিপত্তি ঘটে। খাটিয়ায় হোঁচট খেয়ে সেটির উপরেই পড়ে যান তিনি। পড়ে গিয়ে অসহায় ভাবে তাকান ক্যামেরার দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
গত ৪ এপ্রিল ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘উরুজ় ফাতিমা’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইকের বন্যা বয়ে গিয়েছে নেটমাধ্যমে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘বেশি পাকামির ফল। বেশ হয়েছে।’’