কোনও বই সম্পাদনা থেকে শুরু করে সেই বই প্রকাশ। তার মাঝে থাকে একাধিক ধাপ। তার জন্য জানতে হয় নানা খুঁটিনাটি বিষয়। প্রতি বছরের মতো এ বারও তাই আগ্রহীদের কথা ভেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত একটি কোর্স করানো হবে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস সংশ্লিষ্ট কোর্স আয়োজনের দায়িত্বে রয়েছে। এডিটিং অ্যান্ড পাবলিশিং বা সম্পাদনা এবং প্রকাশনার এই পাঠক্রমটি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স। কোর্সটির মেয়াদ তিন মাস। যা আগামী মে থেকে জুলাই মাস পর্যন্ত চলবে ক্লাস।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্কুলের তরফে গত ডিসেম্বরেও এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। তবে তার ক্লাস হয়েছিল অফলাইনে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ বারে সংশ্লিষ্ট কোর্সের ক্লাস হবে অনলাইনে। সপ্তাহে তিন দিন সন্ধে ৬টা থেকে ৮টা পর্যন্ত চলবে ক্লাস।
বিজ্ঞপ্তিতে কোর্সের আসনসংখ্যা জানানো হয়নি। তবে জানানো হয়েছে, নির্ধারিত কোর্স ফি ১১,৮০০ টাকা।
কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা সম্পন্নেরা। বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে। স্ক্রিনিং টেস্টে ইংরেজি ভাষায় পারদর্শীতা যাচাই করা হবে আগ্রহীদের।
আরও পড়ুন:
কোর্সে ভর্তির জন্য আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।