বান্ধবীকে ডেকে এনে বাড়িতে চুরি করে পালানোর চেষ্টা ‘পালিত কন্যা’র। গয়নাগাটি-সহ নগদ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে দিল্লি পালাচ্ছিলেন দু’জন। তবে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের পাকড়াও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সিটি সেন্টার এলাকায়।
দীপু শর্মা নামে এক তরুণী পরিচারিকার কাজ করতেন দুর্গাপুরে এক ইঞ্জিনিয়ারের বাড়িতে। ওই পরিবারের দাবি, ১১ বছর ধরে দীপুকে ‘পালিত কন্যা’ হিসাবে বড় করছিলেন তাঁরা। সেই মেয়েই দিল্লি থেকে এক বান্ধবীকে ডেকে বাড়িতে চুরি করে পালাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু বাড়ির ‘এক সদস্য’ (দীপু)-এর খোঁজ মিলছিল না। জানা যায়, কয়েক দিন আগে ওই বাড়িতে দিল্লি থেকে দীপুর এক বান্ধবী এসেছিলেন। তাঁর নাম দীপা যাদব। কিন্তু বিকেল থেকে তাঁরা কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। দু’জনের খোঁজ শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের দুর্গাপুর স্টেশনে পাওয়া যায়। দু’জনের কাছে থাকা সুটকেসে মেলে চুরির জিনিসপত্র।
পুলিশ জানিয়েছে, ২৫ ভরি সোনার গয়না, ১ কিলোগ্রাম রুপোর অলঙ্কার এবং নগদ প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়েছিল সিটি সেন্টার এলাকার বাসিন্দা সঞ্জীব শর্মা এবং নাগমণি শর্মার বাড়ি থেকে। তার সবটাই মিলেছে দুই তরুণীর কাছে। জানা গিয়েছে, দু’জনেই দিল্লির বাসিন্দা। কাজের সূত্রে দুর্গাপুরে ছিলেন দীপু। ১১ বছরের বেশি সময় ধরে সঞ্জীব এবং নাগমণির বাড়িতে কাজ করতেন। নাগমণি জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি বাজারে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরের লন্ডভন্ড দশা। আলমারি খুলে দেখেন টাকা-গয়না সব হাপিস! সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় খবর দেন।
আরও পড়ুন:
তদন্ত শুরুর ঘন্টা পাঁচেকের মধ্যে অভিযুক্তদের দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দু’জনকে হেফাজতে চেয়ে দুর্গাপুর আদালতে হাজির করায় পুলিশ। অন্য দিকে, যাঁকে মেয়ের মতো করে মানুষ করছিলেন, তাঁর এমন কাণ্ডে হতবাক শর্মা দম্পতি।