সমুদ্রের অন্যতম হিংস্র প্রাণী হাঙর। বড় বড়় শিকার ধরে পেটের ভিতর চালান করে দেয় ভয়ঙ্কর প্রাণীটি। কিন্তু হাঙরের পেটের ভিতরটা কেমন দেখতে? সম্প্রতি প্রকাশ্যে এল সেই দৃশ্য। তবে দৃশ্যটি চাক্ষুষ করার সুযোগ মিলেছে হাঙরের দৌলতেই। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি হাঙর ডুবুরির কাছে থাকা ক্যামেরা গিলে ফেলার পর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গবেষণার কাজে সমুদ্রের নীচে সাঁতার কাটছেন একদল ডুবুরি। তাঁদের দেখে কাছে এগিয়ে আসে এক দল কৌতূহলী হাঙর। এক ডুবুরির ক্যামেরায় তারা ধরা পড়ে। এর পর অদ্ভুত কাণ্ড ঘটায় একটি হাঙর। ওই ডুবুরির ক্যামেরা গিলে ফেলে সে। ক্যামেরা চালু থাকায় হাঙরের গলা, দাঁত এবং চোয়ালের গঠন সেখানে ধরা পড়ে। কিছু ক্ষণ পরে ক্যামেরা মুখের ভিতর থেকে বার করে দেয় হাঙরটি। ডুবুরিরা দ্রুত ক্যামেরাটি উদ্ধার করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
সোমবার ভিডিয়োটি ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ওই ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিক অনেকেই ওই ভিডিয়ো দেখে বিস্ময় প্রকাশ করেছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘হাঙরের পেটে না গিয়েই তার পেটের ভিতরটা দেখতে পেলাম। এটা একটা জয়।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হাঙরটি এক মিনিটের ভ্লগার ছিল।’’