হ্যাকারদের নিশানায় জিমেল। তাদের পাতা ফাঁদে পা দিলেই সর্বনাশ। মুহূর্তে যাবতীয় তথ্য হাতিয়ে গ্রাহককে সর্বস্বান্ত করবে সাইবার অপরাধীরা। এ বার এই মর্মে সতর্কবার্তা জারি করল গুগ্ল। বহুজাতিক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির অন্যতম জনপ্রিয় পণ্য হল জিমেল। এর মাধ্যমে ই-মেল পাঠাতে পারেন গ্রাহক। ভারত-সহ দুনিয়া জুড়ে এর কোটি কোটি ব্যবহারকারী রয়েছেন। গুগ্ল জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে হ্যাকিং শুরু করেছে সাইবার অপরাধীর দল।
সম্প্রতি নতুন কায়দায় এই হ্যাকিংয়ের বিষয়টি সামনে আনেন সফ্টঅয়্যারের প্রযুক্তিবিদ নিক জনসন। এই নিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে নিক লেখেন, ‘‘গুগ্লের অফিশিয়াল ই-মেল ক্লোন করে সেখান থেকে গ্রাহকদের বার্তা পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। সেখানে থাকছে একটি লিঙ্ক। এতে সন্দেহ তৈরি না হওয়ায় অধিকাংশ ক্ষেত্রেই লিঙ্কটিতে ক্লিক করছেন গ্রাহকেরা। এ ভাবেই হ্যাকারদের ফাঁদে পড়ছেন তাঁরা।
উল্লেখ্য, সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিকের মাধ্যমে ক্লোন করা একটি ওয়েব পেজে গ্রাহককে নিয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা। সেখানেই ফাঁস হয়ে যাচ্ছে তাঁর যাবতীয় তথ্য। বিষয়টি স্বীকার করে নিয়েছে গুগ্ল। মার্কিন সংস্থাটি জানিয়েছে, এই ধরনের বিপদ এড়াতে শীঘ্রই সুনির্দিষ্ট একটি সুরক্ষা ব্যবস্থা চালু করা হবে। তার আগে গ্রাহকদের বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জিমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গ্রাহকদের বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে বলেছে গুগ্ল। প্রথমত, সংস্থার নামে আসা যাবতীয় ই-মেল এবং সেখানে থাকা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সমস্ত গ্রাহককে দ্বিস্তরীয় সুরক্ষা বিধি মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি, নিয়মিত পাসওয়ার্ড বদল এবং জটিল পাসওয়ার্ড তৈরির দিকেও গ্রাহকদের উৎসাহ বৃদ্ধি করছে মার্কিন বহুজাতিক সংস্থা।