এ যেন মাছের তেলেই মাছ ভাজা! গ্রাহকদের তথ্য ব্যবহার করেই কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) মস্তিষ্ক পুষ্ট করতে চাইছে আইফোন নির্মাণকারী সংস্থা অ্যাপ্ল। স্বভাবতই উঠে গিয়েছে একটি প্রশ্ন। এ বার কি তবে আইফোনেও সুরক্ষিত থাকবে না গ্রাহকদের তথ্য? মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির আশ্বাস, কোনও অবস্থাতেই গোপনীয়তার অধিকার ভঙ্গ করবেন না তাঁরা।
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় একের পর এক নতুন প্রযুক্তি বাজারে এনে দুনিয়া জুড়ে হইচই ফেলে দিয়েছে চ্যাটজিপিটির নির্মাণকারী সংস্থা ওপেনএআই। পিছিয়ে নেই বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন শিল্পপতি ইলন মাস্কও। তাঁর স্টার্ট আপ সংস্থার তৈরি এআই গ্রককে কেন্দ্র করে আবার বিশ্ব জুড়ে উঠেছে বিতর্কের ঝড়। কৃত্রিম মেধাভিত্তিক টুল রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াট্সঅ্যাপের মূল সংস্থা মেটারও।
আরও পড়ুন:
কিন্তু, এআই প্রযুক্তির ক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে আইফোনের সংস্থা অ্যাপ্ল। এর মূল কারণ হল, বিপুল পরিমাণে গুণগত তথ্যের অভাব। মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি বরাবরই গ্রাহকদের তথ্যের গোপনীয়তার অধিকারের উপর জোর দিয়ে এসেছে। আর তাই আইফোনে সাইবার হামলা চালানো সবচেয়ে কঠিন। তথ্যের ব্যাপারে অ্যাপ্লের কঠোর নীতি কৃত্রিম মেধাভিত্তিক প্রযুক্তি তৈরিতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে গ্রাহকদের তথ্য ব্যবহার করেই শক্তিশালী এআই টুল নির্মাণের পরিকল্পনা করেছে আইফোনের নির্মাণকারী সংস্থা। এর জন্য ‘ডিফারেনশিয়াল প্রাইভেসি’ কৌশল ব্যবহার করবেন তারা। অ্যাপ্ল জানিয়েছে, এর মাধ্যমে কৃত্রিম মেধার মডেলকে ব্যবহারকারীর তথ্যের ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে সংস্থার কর্মীরা সেগুলি ভুলেও খুলে দেখবেন না। কিন্তু এআই মডেলটি সংশ্লিষ্ট তথ্যের সবটুকু জেনে নিতে পারবে।
আরও পড়ুন:
বর্তমানে অ্যাপ্লের যে এআই টুল রয়েছে, তার নাম সিরি। আইফোনের গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারেন। তবে কৃত্রিম মেধা প্রযুক্তিটির আরও উন্নতির প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে অবশ্য তাড়াহুড়ো করতে নারাজ এই মার্কিন টেক জায়ান্ট সংস্থা। সময় নিয়ে ধীরেসুস্থে উন্নত এবং শক্তিশালী এআই টুল গ্রাহকদের জন্য বাজারে আনতে চাইছেন তারা।