Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Food Item

মাংস না কি এঁচোড়?

ঠাহর করতে পারবেন না আপনার অতিথিও। মাংস বিতর্কের সময়ে অনেকের হেঁশেলে মাংসের প্রবেশ নিষেধ। কিন্তু অতিথি আনাগোনা তো লেগেই থাকে। চিলি থেকে পাতুরি— এঁচোড়ের নতুন রূপের সন্ধান দিচ্ছেন মুনমুন সরকার রায় ঠাহর করতে পারবেন না আপনার অতিথিও। মাংস বিতর্কের সময়ে অনেকের হেঁশেলে মাংসের প্রবেশ নিষেধ। কিন্তু অতিথি আনাগোনা তো লেগেই থাকে। চিলি থেকে পাতুরি— এঁচোড়ের নতুন রূপের সন্ধান দিচ্ছেন মুনমুন সরকার রায়

এঁচোড়ের রকমারি রেসিপি।

এঁচোড়ের রকমারি রেসিপি।

শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০০:৪৯
Share: Save:

চিলি এঁচোড়

উপকরণ: এঁচোড় ৩০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ৩ টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি ৩ টেবিল চামচ, ক্যাপসিকাম ১টি, পেঁয়াজ ১টি, চিলি সস ২ টেবিল চামচ, সয়া সস ৩ টেবিল চামচ, টম্যাটো সস ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, সাদা তেল ১ কাপ, নুন স্বাদ মতো, চিনি অল্প।

প্রণালী: এঁচোড় ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিন। এঁচোড়ের সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, লেবুর রস, সয়া সস, কর্নফ্লাওয়ার ও ময়দা একসঙ্গে ভাল করে মিশিয়ে সাদা তেলে লালচে করে ভেজে তুলে নিন। কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিন। তাতে একে একে সয়া সস, চিলি সস, টম্যাটো সস, নুন ও সামান্য জল দিন। এর পর ভাজা এঁচোড়, পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরো দিয়ে নাড়ুন। উপর থেকে জলে গোলা কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে নিন। গ্রেভি ঘন হয়ে এলেই স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

এঁচোড়ের পাতুরি

উপকরণ: এঁচোড় ১ কাপ (সিদ্ধ করে বাটা), নারকেল বাটা ৫ টেবিল চামচ, পোস্ত বাটা ৩ টেবিল চামচ, সরষে বাটা ৫ টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা ৩ টেবিল চামচ, চিনি আধ টেবিল চামচ, নুন আন্দাজ মতো, সরষের তেল ৫ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, কলাপাতা প্রয়োজন মতো।

প্রণালী: একটি পাত্রে এঁচোড় বাটা, নুন, চিনি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, পোস্ত, সরষে বাটা ও সরষের তেল একসঙ্গে মেখে নিন। কলাপাতা চৌকো করে কেটে গ্যাসে সেঁকে নিন। প্রতি কলাপাতায় মিশ্রণ রেখে ভাল করে মুড়ে নিন। এ বার পাতুরি স্টিমে বসান। মিনিট দশেক পর নামিয়ে নিন। উপর থেকে সরষের তেল ছড়িয়ে পরিবেশন করুন এঁচোড়ের পাতুরি।

এঁচোড় আফগানি

উপকরণ: এঁচোড় ৪০০ গ্রাম, কাজু বাদাম ১০টি, কাঁচা লঙ্কা ৫টি, দই ১০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১০০ গ্রাম, কসুরি মেথি ২ টেবিল চামচ, চাট মশলা ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ, পাতিলেবুর রস ১ টেবিল চামচ, মাখন ৫০ গ্রাম, শুকনো লঙ্কা ৪টি, সাদা তেল ৫ টেবিল চামচ, নুন স্বাদ মতো।

প্রণালী: এঁচোড় সিদ্ধ করে নিন। কাজু ও কাঁচা লঙ্কা বেটে রাখুন। একটি বাটিতে সিদ্ধ এঁচোড়, কাজু-কাঁচা লঙ্কা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, দই, ফ্রেশ ক্রিম, আদা-রসুন বাটা, কসুরি মেথি, লেবুর রস ম্যারিনেট করে রাখুন। এই মিশ্রণের মাঝে একটি ছোট স্টিলের বাটি রেখে তার ভিতর জ্বলন্ত কাঠকয়লা ও ঘি দিন। ধোঁয়া বেরোলে দু’ঘণ্টা পাত্রটি চাপা দিয়ে রাখুন। কড়াইয়ে তেল ও মাখন গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে এঁচোড় ঢেলে নিভু আঁচে কষাতে থাকুন। কিছু ক্ষণ পর নামিয়ে নিন। স্কিউয়ারে এঁচোড়ের টুকরো ও পেঁয়াজের রিং গেঁথে গ্যাসে অল্প আঁচে হালকা পুড়িয়ে নামিয়ে নিন। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন এঁচোড় আফগানি।

চাল-এঁচোড়ের ঘণ্ট

উপকরণ: এঁচোড় ৩০০ গ্রাম, গোবিন্দভোগ চাল ৪ টেবিল চামচ, আলু ১টি, হলুদ এক চিমটি, লঙ্কা গুঁড়ো ২ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, জিরে গুঁড়ো ৩ টেবিল চামচ, গোটা জিরে আধ টেবিল চামচ, দই ৩ টেবিল চামচ, গোটা কাঁচা লঙ্কা ৫-৬টি, গোটা গরমমশলা ১ চা চামচ, তেজপাতা ২টি, ঘি ৫ টেবিল চামচ, দুধ ৩ টেবিল চামচ, গরমমশলা গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদ মতো, চিনি অল্প।

প্রণালী: এঁচোড় ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিন। আলু ছোট ছোট করে কেটে তেলে লালচে করে ভেজে তুলে নিন। কড়াইয়ে ঘি গরম করে গোবিন্দভোগ চাল ভেজে তুলে রাখুন। ওখানেই আর একটু ঘি দিয়ে গরমমশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফো়ড়ন দিন। তাতে একে একে আদা বাটা, টম্যাটো কুচি, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দই দিয়ে কষাতে থাকুন। তেল ছাড়লে এঁচোড় ও আলু দিন। তাতে দুধ, পরিমাণ মতো জল এবং চাল দিয়ে ঢাকা দিন। চাল সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ঘি ও গরমমশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।

এঁচোড়ের রেজ়ালা

উপকরণ: এঁচোড় ৩৫০ গ্রাম, পেঁয়াজ ২টি, আদা-রসুন বাটা ৩ টেবিল চামচ, কাজু বাদাম ৭টি, পোস্ত বাটা ৩ টেবিল চামচ, দই ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, শুকনো লঙ্কা ৪টি, গোটা গরমমশলা ১ চা চামচ, তেজপাতা ২টি, কেশর এক চিমটি, কেওড়া জল কয়েক ফোঁটা, ঘি ৪ টেবিল চামচ, সাদা তেল ৩ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, নুন অল্প।

প্রণালী: ডুমো ডুমো করে কাটা এঁচোড় সিদ্ধ করে নিন। একটি বাটিতে সিদ্ধ এঁচোড়, নুন, অল্প আদা-রসুন বাটা, দই দিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। পেঁয়াজ সিদ্ধ করে বেটে নিন। সাদা তেল ও ঘি গরম করে গোটা গরমমশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ বাটা দিয়ে নাড়ুন। একে একে আদা-রসুন বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে কষতে থাকুন। তেল বেরিয়ে এলে এঁচোড় দিয়ে দিন। প্রয়োজনে অল্প জল দিতে পারেন। কম আঁচে কষিয়ে ঘি, কেওড়া জল ও কেশর ছড়িয়ে ফুটিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন এঁচোড়ের রেজ়ালা।

ছবি: শুভেন্দু চাকী

আপনি কি নিজের অভিনব রান্নার রেসিপি পত্রিকায় প্রকাশ করতে চান? তবে সেই রান্নার ছবি তুলে নাম, ঠিকানা ও ফোন নম্বর-সহ মেল করুন এই মেল আইডিতে

patrika@abp.in

অন্য বিষয়গুলি:

Food Items Recipes Jackfruit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE