Advertisement
০৫ নভেম্বর ২০২৪

হোয়াইটওয়াশ এড়াতে ভারতের বিরুদ্ধে রবিবার নামছে জিম্বাবোয়ে

একটা দল টানা চারটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের শিখরে। আর একটা দল টানা হারের ধাক্কায় বিপর্যস্ত, বিধ্বস্ত। এমনই এক আবহে রবিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং জিম্বাবোয়ে।

প্রথম ম্যাচ জিতে ফিরছে রাহানে এন্ড কোং। ছবি: এএফপি।

প্রথম ম্যাচ জিতে ফিরছে রাহানে এন্ড কোং। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ১৭:২০
Share: Save:

একটা দল টানা চারটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের শিখরে। আর একটা দল টানা হারের ধাক্কায় বিপর্যস্ত, বিধ্বস্ত। এমনই এক আবহে রবিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং জিম্বাবোয়ে।

সিরিজের প্রথম ওয়ান ডে-তে রাহানের ভারতকে যথেষ্ট বেগ দিয়েছিল জিম্বাবোয়ে। কোনওমতে প্রথম ম্যাচ জিতলেও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর জিতেই চলেছে ভারতের তরুণ ব্রিগেড। ওয়ান ডে সিরিজে ব্রাউন ওয়াশের পর লক্ষ্য এ বার টি-২০ সিরিজ। প্রথম টি ২০-তে অসহায় আত্মসমর্পনের পর দ্বিতীয়টিতেও তা-ই কড়া চ্যালেঞ্জের মুখে চিগুম্বুরা বাহিনী।

ভারতীয়রা যে কতটা ছন্দে আছেন তার প্রমাণ, ওয়ান ডে-র ম্যান অব দ্য ম্যাচ রায়ুডুর না থাকাতেও দলে কোনও প্রভাব না পড়া। অভিষেকেই নজর কেড়েছেন বাঁহাতি অক্ষর পটেল। তাঁর ৩/১৭ জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সেরা বোলিং। ভারতে অভিষেককারী বোলারের তালিকায় এই পারফরম্যান্স সর্বকালের তৃতীয় সেরা।

জিম্বাবোয়ের অবশ্য হারাবার কিছু নেই। তাই শেষ ম্যাচ জিতে কিছুটা মান বাঁচাতে চাইছে চিবাহারা। তবে সেই সম্ভাবনা বেশ কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত কোনও টি২০-তেই ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ে জেতেনি যে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE