সোনার পদক নিয়ে নীরজ। ছবি পিটিআই
শনিবার অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। অলিম্পিক্স অ্যাথলেটিক্সে এটাই কোনও ভারতীয়ের প্রথম পদক। দেশকে গর্বিত করার পরেই বিভিন্ন মহল থেকে পুরস্কারের বন্যা বইছে। এখনও পর্যন্ত মোট আর্থিক পুরস্কার হিসেবে ১১ কোটি টাকা নিশ্চিত তাঁর।
নীরজ সোনা পাওয়ার পরেই হরিয়ানা সরকার ঘোষণা করেছেন তাঁকে ছ’কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি হরিয়ানার যে কোনও জায়গায় ৫০ শতাংশ ছাড়ে জমি পাবেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেনদ্র সিংহ ঘোষণা করেছেন যে নীরজকে দু’কোটি টাকা দেওয়া হবে। নীরজের উত্তরসূরিরা পঞ্জাবে থেকেছেন একসময়। এ ছাড়া মণিপুর সরকারও এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় বোর্ড আগেই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছিল। সেই মতো সোনাজয়ী হিসেবে নীরজ পাবেন এক কোটি টাকা। আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংস নীরজকে আর্থিক পুরস্কার হিসেবে এক কোটি টাকা দিচ্ছে। পাশাপাশি একটি বিশেষ জার্সিও তৈরি করছে তারা।
Neeraj Chopra, who is serving the @adgpi has brought glory to the nation & scripted his name in history by winning India’s first Olympic Gold in athletics. It’s our honour to announce a special cash reward of Rs. 2 Cr for him. A proud moment for all Indians & our Armed Forces. pic.twitter.com/oGqgJbMKuq
— Capt.Amarinder Singh (@capt_amarinder) August 7, 2021
Our humble felicitation offer for @Neeraj_chopra1 from @IndiGo6E. And as our CEO Rono added, “Neeraj , we sincerely hope you will avail of our offer, to travel extensively across the country, to spread your message of hope and inspiration to aspiring young athletes across India! pic.twitter.com/YbMjpZCpYW
— C Lekha (@ChhaviLeekha) August 7, 2021
আর্থিক পুরস্কার ছাড়া অন্য ধরনের পুরস্কারও অপেক্ষা করছে নীরজের জন্য। মহীন্দ্রা গাড়ি কোম্পানির মালিক আনন্দ মহীন্দ্রা জানিয়েছেন, নীরজকে একটি এক্সইউভি ৭০০ গাড়ি দেওয়া হবে, যার বাজারমূল্য এই মুহূর্তে ২৮-৩০ লক্ষের কাছাকাছি। বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছে যে তাদের বিমানে আগামী এক বছর বিনামূল্যে যেখানে যত বার খুশি ভ্রমণ করতে পারেন নীরজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy