বন্ধ ঘরের ঘোরাফেরা করছিল একটি বাঘ। সেই ঘরেই ছেড়ে দেওয়া হল একটি হাঁসকে। কিন্তু শিকারকে দেখে নিজেই লেজ গুটিয়ে ঘরের এক কোণে সিঁটিয়ে গেল হিংস্র শ্বাপদ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লোগকয়াকহেঙ্গে৯১০১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাঘের দিকে ডানা ছড়িয়ে তেড়ে যাচ্ছে একটি হাঁস। তাকে দেখে ভয়ে এক পা- দু’পা করে পিছিয়ে যাচ্ছে বাঘটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। একটি বদ্ধ ঘরের ভিতর ঘোরাফেরা করছিল বাঘটি।
সেই ঘরের ভিতর ছেড়ে দেওয়া হয়েছিল একটি হাঁসকে। হাঁসকে দেখে তার দিকে এগিয়ে গিয়েছিল বাঘটি। কিন্তু শিকার করা আর সাহসে কুলিয়ে উঠল না বাঘটির। বাঘকে দেখে দুই ডানা ছড়িয়ে হিংস্র শ্বাপদের দিকে তাড়া করল হাঁসটি। হাঁসের তাড়া খেয়ে পিছিয়ে গিয়ে ঘরের এক কোণে চলে গেল বাঘটি। বাঘটিকে ভয়ে গুটিসুটি মেরে যেতে দেখতে ডানা গুটিয়ে ঘরের অন্য দিকে বুক ফুলিয়ে চলে গেল হাঁসটি।