Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Nathan Lyon

কোহালির বিরুদ্ধে দুরন্ত রেকর্ড, অ্যাডিলেডে লায়ন ঘাতক হয়ে উঠবেন না তো

কোহালির সঙ্গে লায়নের আবার ব্যক্তিগত লড়াইয়ের একটা ব্যাপার রয়েছে। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের মতো লায়নও টেস্টে সবচেয়ে বেশিবার নিয়েছেন ভারত অধিনায়কের উইকেট।

চার বছর আগে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট ছিল লায়নেরই।

চার বছর আগে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট ছিল লায়নেরই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৩:১৯
Share: Save:

অ্যাডিলেডের বাইশ গজে থাকছে সবুজ ঘাস। যা পেসারদের পক্ষে সহায়ক। কিন্তু, ভারতের আতঙ্ক হয়ে উঠতেই পারেন অফস্পিনার নাথান লায়ন। অন্তত, পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে।

ভারতের বিরুদ্ধে ১৪ টেস্টের ২৭ ইনিংসে বল করে ৬৪ উইকেট নিয়েছেন তিনি। একমাত্র ইংল্যান্ডের বিরুদ্ধেই তিনি এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন। অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে লায়নের ৬৫ উইকেট এসেছে ১৮ টেস্টের ৩৪ ইনিংসে। ভারতের বিরুদ্ধে পাঁচবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। দশ উইকেট নিয়েছেন একবার।

আর সেই দশ উইকেট এসেছিল চার বছর আগে অ্যাডিলেডেই। ২৮৬ রান দিয়ে নিয়েছিলেন ১২ উইকেট। শেষ সেশনে ছয় উইকেট নিয়ে ভারতকে হারিয়েছিলেন তিনি। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জিতেছিল ২-০ ফলে। পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ৩০ উইকেট নিয়েছেন অফস্পিনার। তার মধ্যে ২৩টিই এসেছিল চার বছর আগে ভারতের সফরে। কোনও পেসারের নয়, সেই সিরিজে চার টেস্টে সবচেয়ে বেশি উইকেট লায়নেরই ছিল। ৩৪.৮২ গড়ে নিয়েছিলেন ২৩ উইকেট। ইকনমি রেট ছিল ৩.৫৮।

আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে বুমরার ইয়র্কার,হদিশই পেলেন না অস্ট্রেলীয় ব্যাটসম্যান!

আরও পড়ুন: মেয়ের কাছে নাচ শিখছেন ধোনি! ভাইরাল ভিডিয়ো

ক্রিকেটমহল মনে করছে, অস্ট্রেলিয়ার তিন পেসারকে সামলানোই ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেনও পেস-অস্ত্রে বিরাট কোহালিকে থামানোর হুমকি দিয়েছেন। কিন্তু, ভারতীয় ব্যাটিং লাইন-আপে লায়নই সবচেয়ে বেশি ভাঙন ধরিয়েছেন অতীতে। চেতেশ্বর পূজারাকে তিনি ফিরিয়েছেন সাতবার। অজিঙ্ক রাহানের উইকেট নিয়েছেন ছ’বার। আর কোহালির ত্রাস হয়ে উঠেছেন পাঁচবার। ২১ ইনিংসে মোট ১৮বার ত্রয়ীর উইকেট নিয়েছেন তিনি। ফলে, অ্যাডিলেড-সহ পুরো সিরিজে ভারতীয় মিডল অর্ডারকে সতর্ক থাকতে হবে তাঁর বিরুদ্ধে। এমনিতেও অফস্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের হালফিলের রেকর্ড মোটেই ভাল নয়। সদ্য ইংল্যান্ডে মইন আলি যেমন বিধ্বংসী হয়ে উঠেছিলেন, লায়নকে তা হতে দিলে মুশকিল।

কোহালির সঙ্গে লায়নের আবার ব্যক্তিগত লড়াইয়ের একটা ব্যাপার রয়েছে। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন স্টুয়ার্ট ব্রডের মতো লায়নও টেস্টে সবচেয়ে বেশিবার নিয়েছেন ভারত অধিনায়কের উইকেট। তিনজনই টেস্টে পাঁচবার ফিরিয়েছেন কোহালিকে। 'ভিকে' নিশ্চয়ই ব্যাপারটা ব্যক্তিগত ভাবে নিয়েছেন। সদ্য ইংল্যান্ডে যেমন অ্যান্ডারসনকে সামলেছেন, একবারও উইকেট দেননি, লায়নের ক্ষেত্রেও নিশ্চিত ভাবে একই রকম প্রস্তুতি ও জেদ সঙ্গী হবে তাঁর। আর লায়ন-আতঙ্ক দূর করতে পারলেই বাড়বে ভারতের টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা। চার বছর আগের অ্যাডিলেড টেস্টের উদাহরণ তো রয়েইছে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE