গল্ফের ট্রফি নিয়ে চৌরাসিয়া। ছবি: এএফপি
ত্রিমুখী প্লে-অফ যুদ্ধ জিতে প্যানাসনিক ওপেন গল্ফ ট্রফির উপর নিজের নাম লিখে দিলেন শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া! এশীয় ট্যুরে এটা কলকাতার তারকার তৃতীয় খেতাব। দিল্লি গল্ফ ক্লাবের যে কোর্সে ২০০৮ ইন্ডিয়ান মাস্টার্স জিতে সাড়া ফেলে দিয়েছিলেন, সেখানেই এ দিন একটা স্বপ্নের শেষ রাউন্ড খেলে প্লে অফে হারালেন কলকাতার আর এক তারকা রাহিল গাঙ্গজি এবং শ্রীলঙ্কার মিঠুন পেরেরাকে। আটটি বার্ডি-সহ শেষ রাউন্ডে ৬-আন্ডার ৬৬ স্কোর করেন শিবশঙ্কর। তাঁর মোট স্কোর ১২-আন্ডার ২৭৬।
উচ্ছ্বসিত গল্ফার বলেছেন, “এই জয়টার জন্য প্রচুর পরিশ্রম করেছি। আত্মবিশ্বাস মজবুত করে তোলাই ছিল লক্ষ। শেষ খেতাবটার পর গত তিন বছর বেশ কয়েক বার জেতার কাছাকাছি পৌঁছেও পারিনি। এই জয় আমাকে নতুন করে উদ্বুদ্ধ করল।”
এর আগে দু’বার প্লে অফে হেরে গিয়েছিলেন। শিবশঙ্কর অবশ্য বলছেন, এ দিন খেলার সময় সেই তথ্যটা তাঁর মাথায় ছিল না। “প্লে অফে নামার পর আমার সমস্ত মনযোগ ছিল শুধু বার্ডি পাট-টা করায়। এই বিশ্বাসটা ছিল যে, এশীয় ট্যুরে আমি আবার জিততে পারি। সেটাই করে দেখালাম আজ।” সকালে পাঁচ শটে পিছিয়ে শুরু করেছিলেন।
দিনের শেষে প্লে অফে ১৫ ফুট দূরত্ব থেকে বার্ডি করে খেতাব নিশ্চিত করলেন। সব মিলিয়ে এ দিনের ৫৪ হাজার ডলারের পুরস্কার মূল্য শিবশঙ্করকে এশীয় অর্ডার অব মেরিট তালিকায় একাদশ থেকে তুলে আনল অষ্টম স্থানেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy