Advertisement
৩০ সেপ্টেম্বর ২০২৪
Rahul Dravid

অজিদের কাছে সিরিজ হার, দ্রাবিড় বলছেন, ‘একদিকে ভালই হয়েছে’

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারায় লাভ হল ভারতেরই। বিশ্বকাপের আগে ভারতীয় দলকে সতর্ক করে দিল এই হার।

চতুর্থ ওয়ানডে হারের পরে বিরাট কোহালি। ছবি: এপি।

চতুর্থ ওয়ানডে হারের পরে বিরাট কোহালি। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ২০:২৩
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত হেরে যাওয়ায় একদিকে ভালই হয়েছে বলে মনে করছেন রাহুল দ্রাবিড়।

ব্যাখ্যা দিয়ে ‘দ্য ওয়াল’ জানাচ্ছেন, এর ফলে বিশ্বকাপে আরও সতর্ক হয়ে খেলবে টিম ইন্ডিয়া। অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটো ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল বিরাট কোহালির দল। পরে টানা তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় অজিরা।

আইপিএল নিয়ে খেলুন কুইজ

সিরিজ দেখে ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় বলছেন, ‘‘আমরা বিশ্বকাপ হাঁটতে হাঁটতে জিতে নেব, এরকম একটা ধারণা প্রচলিত রয়েছে। আমার মনে হয়, অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার এক দিক দিয়ে ভালই হয়েছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশ্বকাপে গিয়ে খুব ভাল ক্রিকেট খেলতে হবে।’’

আরও পড়ুন: ম্যাকালামের সেই ইনিংস বদলে দিয়েছিল এক তারকা ভারতীয় ক্রিকেটারের জীবন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ দুটো ম্যাচে অবশ্য মহেন্দ্র সিংহ ধোনি খেলেননি। মোহালিতে হারের পরে সঞ্জয় মঞ্জরেকর টুইট করেছিলেন,‘‘বিশ্বকাপে (বিজয়) শঙ্কর ও (কেদার) যাদব পঞ্চম বোলার হিসেবে থাকবে না। ইংল্যান্ডে শিশিরের জন্য কব্জি স্পিনারের কাজ কঠিন হবে না এবং উইকেটকিপার হিসেবে ফিরবে (এমএস) ধোনি।’’

অজিদের বিরুদ্ধে সিরিজ হেরে গেলেও দ্রাবিড় মনে করছেন, বিশ্বকাপে ফেভারিট হিসেবেই যাচ্ছে ভারত। গত কয়েক বছর ধরে ভাল খেলার ফলে আত্মতুষ্টি গ্রাস করতে পারে ভারতীয়দের। বিশ্বকাপ অন্য মঞ্চ। প্রতিটি ম্যাচে পরীক্ষা দিতে হয়। দ্রাবিড় বলছেন, ‘‘আমি এখনও মনে করি ফেভারিট হিসেবেই আমরা বিশ্বকাপে যাচ্ছি। তবে খেলতে নামলেই জিতে যাব, এমন ধারণা দূরে সরিয়ে রাখতে হবে। টুর্নামেন্ট বেশ কঠিন হতে চলেছে। লড়াই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Dravid India Australia World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE