মিউনিখে বায়ার্নের খেলা দেখতে হাজির সস্ত্রীক রোহিত। ছবি: টুইটার।
খুব বড় অঘটন না ঘটলে গত সাত মরসুমের মতো এ বারও হয়তো চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সফর শেষ হচ্ছে শেষ ষোলোয়। বুধবার রাতে প্রথম পর্বে বায়ার্নের বিরুদ্ধে ১-৫ হেরে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আর্সেনালের।
লজ্জাজনক হারে প্রশ্ন উঠেছে আর কতদিন ক্লাব ম্যানেজার থাকবেন আর্সেন ওয়েঙ্গার? ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, আর ক’মাস পরেই আর্সেনালে শেষ হবে ওয়েঙ্গার-জমানা। নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাফায়েল বেনিতেজ। লজ্জার হারের পর ওয়েঙ্গারও বলছেন, ‘‘বিরতির পর আমাদের দলটা পুরো ভেঙে পড়ল। দলের মধ্যে সেই সংঘবদ্ধ ব্যাপারটাই হারিয়ে যায়। তৃতীয় গোলের পরে আরও বেশি মানসিক চাপে পড়ে যায় ফুটবলাররা।’’ ম্যান সিটির জরিমানা: ফুটবলারদের গতিবিধি এবং অনুশীলনের সময় জানানো হয়নি এফএ-কে। যার ফলে ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন করার দায়ে শাস্তি পেতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার টিমকে জরিমানা দিতে হবে ৩৫ হাজার পাউন্ড (প্রায় ৩০ লক্ষ টাকা)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy