Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
India Vs South Africa

দলে ফিরছেন কুলদীপ? দেখে নিন রাঁচীতে ভারতের সম্ভাব্য একাদশ

রাঁচীর পিচে স্পিনারদের জন্য মজুত থাকতে পারে সাহায্য। যার ফলে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তিন টেস্টের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় স্পিনার খেলালে ভাঙতে হবে উইনিং কম্বিনেশন। সেক্ষেত্রে কী হতে পারে ভারতের প্রথম এগারো, দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১৭:২১
Share: Save:
০১ ১২
রাঁচীর পিচে স্পিনারদের জন্য মজুত থাকতে পারে সাহায্য। যার ফলে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তিন টেস্টের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় স্পিনার খেলালে ভাঙতে হবে উইনিং কম্বিনেশন। সেক্ষেত্রে কী হতে পারে ভারতের প্রথম এগারো, দেখে নেওয়া যাক।

রাঁচীর পিচে স্পিনারদের জন্য মজুত থাকতে পারে সাহায্য। যার ফলে তিন স্পিনার খেলাতে পারে ভারত। তিন টেস্টের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় স্পিনার খেলালে ভাঙতে হবে উইনিং কম্বিনেশন। সেক্ষেত্রে কী হতে পারে ভারতের প্রথম এগারো, দেখে নেওয়া যাক।

০২ ১২
ওপেনার রোহিত শর্মা বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেও পুণে টেস্টে রান পাননি। কিন্তু টেস্টে ওপেনার হিসেবে অভিষেকেই রান পেয়ে যাওয়া আত্মবিশ্বাসী করে তুলেছে তাঁকে। পেস ও স্পিনের বিরুদ্ধে আগ্রাসী মানসিকতা তাঁকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে।

ওপেনার রোহিত শর্মা বিশাখাপত্তনম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেও পুণে টেস্টে রান পাননি। কিন্তু টেস্টে ওপেনার হিসেবে অভিষেকেই রান পেয়ে যাওয়া আত্মবিশ্বাসী করে তুলেছে তাঁকে। পেস ও স্পিনের বিরুদ্ধে আগ্রাসী মানসিকতা তাঁকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে।

০৩ ১২
ওপেনার ময়াঙ্ক আগরওয়াল বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান করেছিলেন। পুণে টেস্টেও করেছেন শতরান। রাঁচীতে টানা তিন টেস্টে তিনি সেঞ্চুরি করতে পারেন কি না, সেদিকে নজর থাকছে ক্রিকেটমহলের। তবে ফের বড় রান যদি নাও পান, তা হলেও দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি।

ওপেনার ময়াঙ্ক আগরওয়াল বিশাখাপত্তনম টেস্টে দ্বিশতরান করেছিলেন। পুণে টেস্টেও করেছেন শতরান। রাঁচীতে টানা তিন টেস্টে তিনি সেঞ্চুরি করতে পারেন কি না, সেদিকে নজর থাকছে ক্রিকেটমহলের। তবে ফের বড় রান যদি নাও পান, তা হলেও দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি।

০৪ ১২
চেতেশ্বর পূজারা এখনও শতরান পাননি এই সিরিজে। তবে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করেছিলেন তিনি। করেন ৮১। পুণে টেস্টে তাঁর ব্যাট থেকে আসে ৫৮। অস্ট্রেলিয়া সফরের পর থেকে পূজারা তেমন বড় রান পাননি এখনও। রাঁচীতে তা পাবেন কি?

চেতেশ্বর পূজারা এখনও শতরান পাননি এই সিরিজে। তবে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করেছিলেন তিনি। করেন ৮১। পুণে টেস্টে তাঁর ব্যাট থেকে আসে ৫৮। অস্ট্রেলিয়া সফরের পর থেকে পূজারা তেমন বড় রান পাননি এখনও। রাঁচীতে তা পাবেন কি?

০৫ ১২
বিরাট কোহালির নেতৃত্বে ঘরের মাঠে ১১ টেস্ট সিরিজ জেতার রেকর্ড করেছে ভারতীয় দল। এ বার রাঁচীতে জিতে দক্ষিণ আফ্রিকাকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য। অধিনায়ক নিজেও রয়েছেন দুরন্ত ছন্দে। পুণে টেস্টে ২৫৪ রান করে হয়েছেন ম্যাচের সেরা।

বিরাট কোহালির নেতৃত্বে ঘরের মাঠে ১১ টেস্ট সিরিজ জেতার রেকর্ড করেছে ভারতীয় দল। এ বার রাঁচীতে জিতে দক্ষিণ আফ্রিকাকে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য। অধিনায়ক নিজেও রয়েছেন দুরন্ত ছন্দে। পুণে টেস্টে ২৫৪ রান করে হয়েছেন ম্যাচের সেরা।

০৬ ১২
টপ-অর্ডার নির্ভরতা দেওয়ায় সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে এখনও পর্যন্ত তেমন তাৎপর্যের ইনিংস খেলার সুযোগ পাননি। তবু পুণে টেস্টে ৫৯ রান করেছিলেন তিনি। যদিও তা বড় রানে পরিণত করতে পারেননি। পাঁচ বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলার জন্য মিডল অর্ডারে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

টপ-অর্ডার নির্ভরতা দেওয়ায় সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে এখনও পর্যন্ত তেমন তাৎপর্যের ইনিংস খেলার সুযোগ পাননি। তবু পুণে টেস্টে ৫৯ রান করেছিলেন তিনি। যদিও তা বড় রানে পরিণত করতে পারেননি। পাঁচ বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলার জন্য মিডল অর্ডারে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।

০৭ ১২
অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন বার বার। গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান করাই হোক, উইকেট নেওয়াই হোক বা ফিল্ডিংয়ে তাক লাগিয়ে দেওয়াই হোক, জাডেজা সবসময়ই কিছু না কিছু করছেন। রাঁচীতে তাঁর স্পিন বিপজ্জনক হয়ে উঠতেই পারে।

অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন বার বার। গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান করাই হোক, উইকেট নেওয়াই হোক বা ফিল্ডিংয়ে তাক লাগিয়ে দেওয়াই হোক, জাডেজা সবসময়ই কিছু না কিছু করছেন। রাঁচীতে তাঁর স্পিন বিপজ্জনক হয়ে উঠতেই পারে।

০৮ ১২
উইকেটকিপার ঋদ্ধিমান সাহা পুণে টেস্টে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন। তিনটি অসাধারণ ক্যাচ নিয়েছেন তিনি। ‘সুপারম্যান সাহা’র প্রশংসায় উচ্ছ্বসিত দেখিয়েছে প্রাক্তনদেরও। তবে ব্যাটে এখনও মনে রাখার মতো কিছু করেননি। সেই সুযোগও পাননি তিনি।

উইকেটকিপার ঋদ্ধিমান সাহা পুণে টেস্টে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন। তিনটি অসাধারণ ক্যাচ নিয়েছেন তিনি। ‘সুপারম্যান সাহা’র প্রশংসায় উচ্ছ্বসিত দেখিয়েছে প্রাক্তনদেরও। তবে ব্যাটে এখনও মনে রাখার মতো কিছু করেননি। সেই সুযোগও পাননি তিনি।

০৯ ১২
ঘরের মাঠে ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই টেস্টে ছন্দেও দেখিয়েছে তাঁকে। দুই টেস্টে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ভারতের দুই টেস্ট জয়ের নেপথ্যে বড় অবদান রয়েছে অফস্পিনারের।

ঘরের মাঠে ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুই টেস্টে ছন্দেও দেখিয়েছে তাঁকে। দুই টেস্টে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ভারতের দুই টেস্ট জয়ের নেপথ্যে বড় অবদান রয়েছে অফস্পিনারের।

১০ ১২
জোরে বোলার ইশান্ত শর্মা চলতি সিরিজে এখনও তেমন ছন্দে নেই। দুই টেস্টে নিয়েছেন মোটে দুই উইকেট। সেই কারণে পুণে টেস্টে ছয় উইকেট নেওয়ার পর রাঁচীতে দ্বিতীয় পেসার হিসেবে উমেশ যাদব আসতেই পারেন দলে। এই মুহূর্তে ফর্মের বিচারে এগিয়ে উমেশই। সেই কারণেই বাদ পড়তে পারেন ইশান্ত।

জোরে বোলার ইশান্ত শর্মা চলতি সিরিজে এখনও তেমন ছন্দে নেই। দুই টেস্টে নিয়েছেন মোটে দুই উইকেট। সেই কারণে পুণে টেস্টে ছয় উইকেট নেওয়ার পর রাঁচীতে দ্বিতীয় পেসার হিসেবে উমেশ যাদব আসতেই পারেন দলে। এই মুহূর্তে ফর্মের বিচারে এগিয়ে উমেশই। সেই কারণেই বাদ পড়তে পারেন ইশান্ত।

১১ ১২
চলতি সিরিজে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। দুই টেস্টে তাঁর পকেটে আট উইকেট। রিভার্স সুইংয়ের কারিকুরিতে বিশাখাপত্তনম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। রাঁচীতেও শামিকে সামলাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন প্রোটিয়ারা।

চলতি সিরিজে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। দুই টেস্টে তাঁর পকেটে আট উইকেট। রিভার্স সুইংয়ের কারিকুরিতে বিশাখাপত্তনম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। রাঁচীতেও শামিকে সামলাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন প্রোটিয়ারা।

১২ ১২
রাঁচী টেস্টে ভারতীয় দলে আসতে পারেন কুলদীপ যাদব। চায়নাম্যান তিনি। রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত তিনি। রাঁচীতে স্পিনাররা বেশি সুবিধা পেতে পারেন বলে টিম ম্যানেজমেন্ট তাঁর প্রতি ভরসা রাখতেই পারে। চলতি সিরিজে এখনও খেলেননি কুলদীপ।

রাঁচী টেস্টে ভারতীয় দলে আসতে পারেন কুলদীপ যাদব। চায়নাম্যান তিনি। রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত তিনি। রাঁচীতে স্পিনাররা বেশি সুবিধা পেতে পারেন বলে টিম ম্যানেজমেন্ট তাঁর প্রতি ভরসা রাখতেই পারে। চলতি সিরিজে এখনও খেলেননি কুলদীপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy