রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ। এই ম্যাচে না-ও খেলতে পারেন রোহিত শর্মা। তিনি না খেললে কে অধিনায়কত্ব করবেন? ভারতীয় ক্রিকেট দলের সব খবর।
আইএসএলে মোহনবাগানের সামনে মুম্বই। মোহনবাগান জিতলে বড় সুবিধা পাবে ইস্টবেঙ্গল। রয়েছে কেরালা ব্লাস্টার্স-জামশেদপুর ম্যাচ। এই ম্যাচে কেরালা হারলে বা ড্র করলে সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে যাবে। রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল শিবিরের খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ। রয়েছে রঞ্জি ট্রফির ফাইনালের চতুর্থ দিনের খেলা, স্প্যানিশ লিগের ম্যাচ।
রোহিত না খেললে অধিনায়ক কে? ভারতীয় দলের সব খবর
কাল রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। বিপক্ষে নিউ জ়িল্যান্ড। এই ম্যাচে বিশ্রাম নিতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা শুভমন গিলের। ভারতীয় দলের সব খবর।
আইএসএলে মোহনবাগান খেলবে মুম্বইয়ের সঙ্গে, জিতে ইস্টবেঙ্গলের সুবিধা করে দিতে পারবে বাগান?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে লিগ-শিল্ড জেতার পর আজ প্রথম নামছে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসদের সামনে মুম্বই। যেহেতু মোহনবাগান ইতিমধ্যেই লিগ-শিল্ড জিতে নিয়েছে, তাদের কাছে এই ম্যাচের তেমন গুরুত্ব নেই। কিন্তু সুপার সিক্সে ওঠার লড়াইয়ে এই ম্যাচের গুরুত্ব রয়েছে। মোহনবাগান যদি মুম্বইকে হারিয়ে দিতে পারে, তা হলে বড় সুবিধা পাবে ইস্টবেঙ্গল। খেলা শুরু বিকেল ৫টা থেকে। এরপর রয়েছে কেরালা ব্লাস্টার্স-জামশেদপুর ম্যাচ। এই ম্যাচে কেরালা হারলে বা ড্র করলে সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে যাবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
সুনীলদের বিরুদ্ধে নামার আগে কী বলছেন ইস্টবেঙ্গল কোচ ব্রুজ়ো
রবিবার আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ। যুবভারতীতে খেলতে হবে বেঙ্গালুরু এফসি-র সঙ্গে। সুপার সিক্সে উঠতে গেলে এই ম্যাচে জিততেই হবে লাল-হলুদকে। ড্র করলে বা হারলেই সব আশা শেষ হয়ে যাবে মেসি বাউলিদের। এই ম্যাচে নামার আগে কী বলছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজ়ো?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সেমিফাইনালে কারা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচ। জস বাটলারের ইংল্যান্ড বিদায় নিয়েছে প্রতিযোগিতা থেকে। কিন্তু এই গ্রুপের ফয়সালা হয়নি এখনও। এটিই গ্রুপের শেষ ম্যাচ। খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রঞ্জি ফাইনালে বিদর্ভ বনাম কেরল ম্যাচ, চতুর্থ দিনের খেলা
রঞ্জি ট্রফিতে আজ চতুর্থ দিনের খেলা। জোর লড়াই হচ্ছে গত বারের রানার্স বিদর্ভ এবং এ বারই প্রথম ফাইনালে ওঠা কেরলের মধ্যে। প্রতি দিনের মতো আজও খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে চার ম্যাচ, রয়েছে রিয়াল, অ্যাটলেটিকোর খেলা
স্প্যানিশ লিগে আজ চারটি ম্যাচ। খেলবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় রিয়াল রয়েছে দ্বিতীয় স্থানে। সমসংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে অ্যাটলেটিকো রয়েছে তৃতীয় স্থানে। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আজ রিয়াল মাদ্রিদের সামনে রিয়াল বেটিস। খেলা রাত ১১টা থেকে। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। খেলা রাত ১:৩০ থেকে। এছাড়াও রয়েছে আরও দু’টি ম্যাচ। মুখোমুখি জিরোনা-সেল্টা ভিগো (সন্ধ্যা ৬:৩০), রায়ো ভালোকানো-সেভিয়া (রাত ৮:৪৫)।