ভারতের মনু ভাকের এবং সরবজ্যোৎ সিংহ যেমন খাদের কিনারা থেকে ফিরে এসে পদক জিতলেন, তেমনই হারিয়ে যেতে যেতে ভেসে উঠলেন সিমোন বাইলস। সোমবার সব চেয়ে বেশি মানুষ ছুটেছিল রোলঁ গ্যারোজ়ের দিকে।
অলিম্পিক্সে পর পর দু’ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের পুরুষদের হকি দল।
অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহ। তাঁরা যখন পদক জিতছেন তখন তাঁদের বাড়িতে দেখা গেল আলাদা আলাদা ছবি।
বিভিন্ন খেলায় জাতীয় গেমসে পদকও জিতেছিলেন মনু ভাকের। কিন্তু শেষ পর্যন্ত বেছে নেন শুটিংকে। কারণ তাঁর চোখে চোট লেগেছিল। সেই চোট না লাগলে হয়তো অন্য কোনও খেলায় অলিম্পিক্সে ভারতের জার্সি পরতেন মনু।
অলিম্পিক্সে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেল ভারতীয় হকি দল। আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে সুবিধাজনক জায়গায় থাকল গত অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা।
বিশ্ব ক্রমতালিকায় ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে পঞ্চম স্থানে মনু। অলিম্পিক্সে সেই প্রতিযোগিতায় তিন নম্বরে শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন তিনি। ২৫ মিটার পিস্তলে তিনি ক্রমতালিকায় অনেকটাই পিছনে।
ছোটবেলায় ফুটবল খেলতে ভালবাসতেন। ১৩ বছর বয়সে আচমকা প্রেমে পড়েন শুটিংয়ের। চাপাচাপিতে রাজি হন বাবাও। ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হয়েছিলেন। মঙ্গলবার স্বপ্নপূরণ হল সরবজ্যোতের।
মাত্র দু’দিনের ব্যবধানে ইতিহাস গড়লেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জিতে নিলেন। জয়ের পর জানালেন, পদক বা ইতিহাসের কথা তাঁর মাথাতেই ছিল না। শেষ পর্যন্ত লড়ে যেতে চেয়েছিলেন।
আরও একটি পদক ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ জিতল ভারত। দ্বিতীয় পদক পেলেন মনু ভাকের। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল ভারত।
ম্যাচের ৫৬ মিনিটে মাত্র একটা বদল। তাতেই অলিম্পিক্স হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করল ভারত। ২০১৬ সালের সোনাজয়ীদের থেকে কেড়ে নিল পয়েন্ট। কঠিন গ্রুপে বাঁচিয়ে রাখল ভারতের আশা।