শনিবার সিউড়িতে বিদ্যাসাগর কলেজের মাঠে চলছে জঙ্গলমহল কাপের ফাইনাল। —তাপস বন্দ্যোপাধ্যায়
‘জঙ্গলমহল কাপে’র থানা পর্যায়ের খেলাগুলি আগেই শেষ হয়েছিল। শনিবার সিউড়ির বিদ্যাসাগর কলেজ মাঠে পুরুষদের ফুটবলের জেলা পর্যায়ের ফাইনাল হয়ে গেল। পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তাদের উপস্থিতিতে খেলার সূচনা করেন রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়।
পুলিশের সঙ্গে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে মাওবাদী উপদ্রুত জেলাগুলিতে মূলত আদিবাসী পুরুষ ও মহিলাদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা ‘জঙ্গলমহল কাপে’র সূচনা হয়েছিল ২০১১ সালে। পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূমের ১১টি থানা এলাকাও জঙ্গলমহলের মধ্যে পড়ছে। জেলার রাজনগর, খয়রাশোল, কাঁকরতলা, লোকপুর, দুবরাজপুর, সদাইপুর, মহম্মদবাজার, রামপুরহাট, নলহাটি ও মুরারই থানা এলাকার মহিলা, পুরুষ ফুটবল, তিরন্দাজি, কবাডি ও আদিবাসী নৃত্যে প্রথম স্থানাধিকারী দল বা প্রতিযোগীরা জেলা পর্যায়ের খেলায় যোগ দেন। এ দিন উপস্থিত ছিলেন জেলাশাসক পি মোহন গাঁধী, জেলার পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার-সহ জেলা পুলিশের কর্তারা। আশিস ছাড়াও ছিলেন জেলার আর এক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলার সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, ডিভিশনাল ফরেস্ট অফিসার কল্যাণ রাই প্রমুখ। এ দিন পুরুষদের ফাইনালে লোকপুরকে ১-০ গোলে হারিয়ে জঙ্গলমহল কাপ চ্যাম্পিয়ন হল মহম্মদবাজারের আদিবাসী ফুটবল দল। এ দিন তিরন্দাজি, কবাডি ও আদিবাসী নৃত্যদলের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলিকে পুরস্কৃত করা হল। তরুণ তরুণীরা যাতে অন্য কোনও প্রলোভনে পা দিয়ে অন্য খাতে ভেসে না যান, তাই এমন উদ্যোগ বলে জানান প্রশাসনিক কর্তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy