অঘটন: ঘরের মাঠে কোহালিরা অলআউট ১৩৪ রানে। আরসিবি অধিনায়ক নিজেও রান পেলেন না। ছবি: এএফপি
টিমে বিশ্ব ক্রিকেটের তিন বিধ্বংসী ব্যাট। যে ত্রয়ীর নামে বিপক্ষ টিমের বোলারদের দুঃস্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিরাট কোহালি, ক্রিস গেল এবং এ বি ডিভিলিয়ার্স থাকা সত্ত্বেও দশম আইপিএলে কার্যত বিদায়ের মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৯ ম্যাচ খেলে বিরাটদের পয়েন্ট এখন ৫। শেষ ৫টি ম্যাচ জিতলেও তাঁদের পক্ষে প্লে-অফে পৌঁছনো কঠিন। তাই ধরে নেওয়া যেতে পারে এ বারের মতো আইপিএলে বিদায় ঘটে গেল আরসিবি-র।
বৃহস্পতিবারের আরসিবি বনাম গুজরাত লায়ন্স ম্যাচটা ছিল অস্তিত্ব রক্ষার লড়াই। যে জিতবে, টিকে থাকবে। সেই লড়াইয়ে আরসিবি-কে ১৩৪ রানে আটকে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নিল সুরেশ রায়নার গুজরাত। যে ম্যাচে কোহালির সংগ্রহ ১০, গেলের ৮ এবং ডিভিলিয়ার্সের ৫। শুরুতেই তিন মহাতারকার উইকেট চলে যাওয়ার ধাক্কা গোটা ম্যাচে আর সামলাতে পারেনি আরসিবি। এর পর অ্যারন ফিঞ্চের (৩৪ বলে ৭২) মারমুখী ইনিংস বিরাটদের আর লড়াইয়ে ফিরতে দেয়নি।
আরও পড়ুন:পুণেয় জিতে রাত তিনটেয় কলকাতা ফেরার ফ্লাইট ধরলাম
বিদায়ের মুখে দাঁড়িয়ে কোহালি বলে গেলেন, ‘‘আমরা মনে হয় টিমের ওপর খুব বেশি চাপ তৈরি করছি।’’ কোহালি এখনও বলে চলেছেন, পারফরম্যান্স ভাল করতে হবে। কিন্তু ঘটনা হল, তাতে আর বিশেষ লাভ হবে না। ইডেনে কেকেআরের কাছে অবিশ্বাস্য হারের পরে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলা ভেস্তে যায়। ফলে এই ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল বেঁচে থাকার লড়াই। যে লড়াই জিতে রায়না বলছেন, ‘‘আমরা সব বিভাগেই ভাল করেছি। টাই পর পর দু’বলে গেল এবং ট্র্যাভিস হেড-কে ফিরিয়ে দিয়েছিল। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy