এ বারের আইপিএলে ছক্কার নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন রাসেল। তিন ম্যাচে ১১টি ছক্কা মেরেছেন তিনি। প্রথম ১০ ম্যাচে মোট ১৩৭টি ছয় হয়েছে।
ব্যাটে-বলে মাতাচ্ছেন বিভিন্ন দলের তারকারা। প্রতি ম্যাচেই কোনও না কোনও ভাল পারফরম্যান্স পাওয়া যাচ্ছে।
রাসেল: হ্যাঁ, ইনিংসে ছয় মারার সংখ্যাটা আমি আরও বাড়াতে চাই। এর আগে আমি একটা ইনিংসে ১৪টা ছয় মেরেছিলাম।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ওভারে ময়ঙ্ক অগ্রবালকে আউট করেন উমেশ। তার সঙ্গেই এই নজির গড়েন তিনি।
এ বারের আইপিএলে কলকাতা-পঞ্জাব ম্যাচ পর্যন্ত আটটি খেলা হয়েছে। কেবল মাত্র রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে।
প্রথমে ব্যাট করে ১৮.২ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় পঞ্জাব। কলকাতার হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন উমেশ যাদব।
পঞ্জাবের বিরুদ্ধে রাসেলকে ছন্দে ফিরতে দেখে মুগ্ধ নাইটদের অন্যতম কর্ণধার শাহরুখ খান।
১৩৭ রান তাড়া করতে নেমে ৫০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল কলকাতা। সেখান থেকে দলকে জয়ে নিয়ে যান রাসেল।
দু’টি চার এবং আটটি ছয়ের সাহায্যে ৩১ বলে ৭০ রানে অপরাজিত থাকলেন তিনি। শুধু তাই নয়, কমলা টুপিও পেয়ে গেলেন তিনি।
যত দিন যাচ্ছে ততই যেন ধারালো হয়ে উঠলেন উমেশ যাদব। কলকাতা নাইট রাইডার্সের পেসার নতুন বলে আগুন ঝরাচ্ছেন প্রতি ম্যাচেই।