মুহূর্তের জন্য কার্যত স্তব্ধ হয়ে গেল স্টেডিয়াম। বল রহাণের আঙুল স্পর্শ করে মাটিতে পড়ল। অতি সহজ সুযোগ নষ্ট হওয়ায় অস্ফুটে কিছু বলে উঠলেন উমেশ।
একটা সময় মনে হচ্ছিল মুম্বই গাঁট বোধহয় এ বারও থেকে যাবে কলকাতার। কিন্তু একজনই এসে গোটা চিত্রনাট্য বদলে দিলেন। তিনি প্যাট কামিন্স।
রাসিখের বয়স ২২। বলের গতি ভাল। বাড়ি কুলগাঁওয়ে আশমুজিতে। দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন পাঠানের ছাত্র। রাসিখের বলে রয়েছে ছোট ছোট সুইং।
মুখোমুখি সাক্ষাতে ৭-২২ ব্যবধানে মুম্বইয়ের থেকে পিছিয়ে রয়েছে কলকাতা। কিন্তু রোহিতের ছন্দহীন দলের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া তারা।
মুম্বইয়ের বিরুদ্ধে পুণের এমসিএ স্টেডিয়ামে খেলতে নামবে কলকাতা। সেখানে খেলা হবে মূলত কলকাতার বোলারদের সঙ্গে মুম্বইয়ের ব্যাটারদের।
মুম্বই নিজেদের প্রথম দুই ম্যাচে হারলেও কলকাতার বিরুদ্ধে বরাবর ভাল খেলেন রোহিত শর্মারা। মুম্বইয়ের বিরুদ্ধে কি একই দল রাখবে কলকাতা?
আইপিএলে কেকেআরের হয়ে প্রথম ম্যাচেই ভাল খেলেছেন শেল্ডন জ্যাকসন। তৃতীয় ম্যাচে দলগত ভারসাম্যের কারণে বাদ পড়েন।
কেউ ছিলেন প্রথম একাদশের নিয়মিত সদস্য। কেউ আবার সে রকম সুযোগ পাননি। এ বার তাঁদের ছেড়ে দিয়েছে কেকেআর।
ম্যাকালাম বলেছেন, ‘‘এগারো জনের বেশি খেলানোর সুযোগ নেই। আমাদের কিছু পরিবর্তন করতে হয়।এটা নিয়ে আমাদের দলের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই।’’
প্রতি ম্যাচেই বার বার বল গিয়ে পড়ছে গ্যালারিতে। প্রথম ১০ ম্যাচে মোট ১৩৭টি ছয় হয়েছে এ বারের প্রতিযোগিতায়।