বুমরা ও নীতীশ কী নিয়ম ভেঙেছেন তা আইপিএলের তরফে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, মাঠের মধ্যে বা ডাগ আউটে থাকাকালীন কোনও বিতর্কে জড়ান তাঁরা।
কামিন্সের তাণ্ডব দেখে হতবাক রোহিত শর্মারা। শুধু এ বারের আইপিএল নয়, মুম্বইয়ের বিরুদ্ধে এর আগেও ব্যাট হাতে ঝড় তুলেছেন এই অস্ট্রেলীয়।
ম্যাচের সেরা হওয়ার জন্যও পেলেন এক লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মোট পাঁচ লক্ষ টাকা পেলেন কামিন্স।
প্যাট কামিন্স ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস না খেললে কলকাতা ম্যাচ জিতত না। আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন তিনি।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ যেন শাহরুখের কাছে আত্মসম্মানের লড়াই। জবাব দেওয়ার ম্যাচ। কিন্তু বছরের পর বছর ধরে তাঁর দল ডুবিয়েছে এই ম্যাচে এসেই।
সম্প্রতি অস্ট্রেলিয়াকে পাকিস্তানে টেস্ট সিরিজ জিতিয়ে এনেছেন। কলকাতার হয়ে প্রথম ম্যাচে নেমেই নায়ক হয়ে গেলেন প্যাট কামিন্স।
রাসিখকে এ দিন তাই মুম্বইয়ের সামনে পেশ করা হয়ে ছিল বুদ্ধি করে। দু’বছর আগে আর এখনকার রাসিখের মধ্যে তফাৎ অনেক। বোলিংয়ের ধার বাড়িয়েছেন তিনি।
কোন পাঁচ কারণে ম্যাচ জিতল কলকাতা, বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।
কামিন্স যখন ব্যাট করতে নামেন তখন কিছুটা চাপে পড়ে গিয়েছিল কলকাতা। সেখান থেকে মাত্র ১৪ বলে অর্ধশতরান করলেন তিনি। তাঁর দাপটে ম্যাচ জিতল দল।
ভারতের তরুণ এই অলরাউন্ডার সাধারণত দ্রুত রান তোলার দিকেই মন দেন। কিন্তু বুধবারের ম্যাচে নিজের স্বভাব বিরুদ্ধ ইনিংস খেললেন।