IPL 2022: Which cricketers are leading the batting and bowling chart dgtl
IPL 2022
IPL 2022: আইপিএলের এক সপ্তাহ পার, কমলা এবং বেগুনি টুপির দৌড়ে এগিয়ে কারা
ব্যাটে-বলে মাতাচ্ছেন বিভিন্ন দলের তারকারা। প্রতি ম্যাচেই কোনও না কোনও ভাল পারফরম্যান্স পাওয়া যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১০:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
আইপিএল শুরু হওয়ার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। দু’টি ম্যাচে জিতে শীর্ষ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। নেট রান রেটও অনেক ভাল তাদের। চার পয়েন্ট থাকলেও তিনটি ম্যাচ খেলায় কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে।
০২১০
ব্যাটে-বলে মাতাচ্ছেন বিভিন্ন দলের তারকারাও। প্রতি ম্যাচেই কোনও না কোনও ভাল পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। আইপিএলের প্রথম সপ্তাহের পর কারা বেগুনি এবং কমলা টুপির দৌড়ে রয়েছেন, তা খুঁজে দেখল আনন্দবাজার অনলাইন। পরিসংখ্যান দেওয়া রয়েছে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে পর্যন্ত।
০৩১০
দু’টি ম্যাচেই হারলেও মুম্বইয়ের ঈশান কিশনের রান সবচেয়ে বেশি। দু’ম্যাচে ১৩৫ রান করেছেন। দু’টি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ অপরাজিত ৮১।
০৪১০
তাঁর পিছনে থাকা জস বাটলারেরও রান ১৩৫। কিন্তু স্ট্রাইক রেটে তিনি পিছিয়ে রয়েছেন ঈশানের থেকে।
০৫১০
তৃতীয় স্থানে কলকাতার আন্দ্রে রাসেল। তিন ম্যাচে তাঁর রান ৯৫। শুক্রবার তাঁর ৩১ বলে অপরাজিত ৭০ তিনে তুলে দিয়েছে ক্যারিবিয়ান ব্যাটারকে।
০৬১০
চতুর্থ স্থানে চেন্নাইয়ের ফ্যাফ ডুপ্লেসি। দু’ম্যাচে ৯৩ করেছেন। সর্বোচ্চ ৮৮। স্ট্রাইক রেট ১৫২.৪৫।
০৭১০
পঞ্চম স্থানে থাকা রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন দু’ম্যাচে ৮৫ রান করেছেন। সর্বোচ্চ ৫৫ রান এসেছে হায়দরাবাদ ম্যাচে।
০৮১০
বোলিং বিভাগে সব থেকে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপি রয়েছে কলকাতার উমেশ যাদবের মাথায়। তিন ম্যাচে আট উইকেট নিয়েছেন তিনি।
০৯১০
দ্বিতীয় স্থানে যুজবেন্দ্র চহাল। তিনি দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। তৃতীয় এবং চতুর্থ থাকা টিম সাউদি এবং ওয়ানিন্দু হাসরঙ্গও দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন।
১০১০
পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে ডোয়েন ব্র্যাভো, টাইমল মিলস এবং আকাশ দীপ (বাঁ দিকের ছবিতে)। সবারই দু’ম্যাচে চার উইকেট রয়েছে।