এ বারের আইপিএলে ছক্কার নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন রাসেল। তিন ম্যাচে ১১টি ছক্কা মেরেছেন তিনি। প্রথম ১০ ম্যাচে মোট ১৩৭টি ছয় হয়েছে। বলের আঘাতে দর্শক আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাসেল ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। ছবি: টুইটার
পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাসেল ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। মাত্র ৩১ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন আটটি বিশাল ছক্কা। পরে মজা করে বলেছেন, মাত্র একটি বলই ব্যাটের মাঝে লেগেছিল। রাসেলের সেই ইনিংস দেখার পরে মুম্বইবাসীদের কাছে একটি আর্জি জানিয়েছেন অমিত মিশ্র। কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে নামলে মুম্বইবাসীরা যেন হেলমেট পরে নেন, বলেছেন ভারতীয় স্পিনার মিশ্র।
একটি টুইট করে এই অনুরোধ করেন মিশ্র। তিনি লেখেন, ‘আমি শহরের সবাইকে অনুরোধ করছি পরের বার থেকে কেকেআর ব্যাট করতে নামলে সবাই হেলমেট পরুন। কারণ আপনারা জানেন না কখন আন্দ্রে রাসেলের মারা বল এসে আপনার মাথায় লাগবে।’
I request everyone to wear helmet in the city next time KKR plays, you never know when a ball hit by Russel reaches you. Though full marks to @rdchahar1 for a tremendous display of leg break bowling. My best wishes for him. #KKRvsPBKS pic.twitter.com/cY0pH2MT7Q
— Amit Mishra (@MishiAmit) April 1, 2022
এ বারের আইপিএলে ছক্কার নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন রাসেল। তিন ম্যাচে ১১টি ছক্কা মেরেছেন তিনি। প্রথম ১০ ম্যাচে মোট ১৩৭টি ছয় হয়েছে। বলের আঘাতে দর্শক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের আয়ুষ বাদোনির মারা বল গ্যালারিতে এক মহিলা দর্শকের মাথায় গিয়ে লাগে। তার মধ্যেই মুম্বইকরদের অভিনব অনুরোধ করলেন মিশ্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy