আইপিএলে কোহলীর নজির ছুঁতে ধোনির দরকার ছিল মাত্র ছয় রান। দ্বিতীয় বলেই দিল্লি ক্যাপিটালসের মিচেল মার্শকে ছক্কা মেরে তা পূর্ণ করেন মাহি। টি২০-তে ৩০৩ ম্যাচে ৬০১৫ রান করেছেন ধোনি। গড় ৩৮.৫৭। ২৩টি অর্ধশতরান করেছেন তিনি।
আইপিএলে কোহলীর কোন নজির ছুঁলেন ধোনি ফাইল চিত্র
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র আট বলে ২১ রান করেন মহেন্দ্র সিংহ ধোনি। আর তার সঙ্গে বিরাট কোহলীর নজির ছুঁয়ে ফেললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। কোহলীর পরে ধোনি হলেন দ্বিতীয় অধিনায়ক যাঁর আইপিএলে অধিনায়ক হিসাবে ৬০০০ রান হল।
আইপিএলে কোহলীর নজির ছুঁতে ধোনির দরকার ছিল মাত্র ছয় রান। দ্বিতীয় বলেই দিল্লি ক্যাপিটালসের মিচেল মার্শকে ছক্কা মেরে তা পূর্ণ করেন মাহি। টি২০-তে ৩০৩ ম্যাচে ৬০১৫ রান করেছেন ধোনি। গড় ৩৮.৫৭। ২৩টি অর্ধশতরান করেছেন তিনি।
টি২০-তে অধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত ৬০০০-এর বেশি রান একমাত্র কোহলীর রয়েছে। ১৯০ ম্যাচে ৪৩.২৯ গড়ে ৬৪৫১ রান করেছেন তিনি। রয়েছে ৫টি শতরান ও ৪৮টি অর্ধশতরান।
ভারতীয়দের মধ্যে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ৩১.০৫ গড়ে টি২০-তে ৪৭২১ রান করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy