Advertisement
০৮ নভেম্বর ২০২৪
IPL

KKR: বেঙ্গালুরুর কাছে হেরে গর্বিত নাইটদের অধিনায়ক শ্রেয়স আয়ার! কেন?

ম্যাচ হারতে হয়েছে। তবু খুশি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। কারণ, তাঁর জবাব পাওয়া হয়ে গিয়েছে।

শ্রেয়স আয়ার।

শ্রেয়স আয়ার। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ০০:০৭
Share: Save:

তাঁদের চারিত্রিক দৃঢ়তা কতটা, সেটা এই ম্যাচ থেকেই বোঝা যাবে— রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে দলের ছেলেদের এই কথাই বলেছিলেন শ্রেয়স আয়ার। ম্যাচ হারতে হয়েছে। তবু খুশি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। কারণ, তাঁর জবাব পাওয়া হয়ে গিয়েছে।

আইপিএলের দ্বিতীয় ম্যাচে তিন উইকেটে হারার পর শ্রেয়স বলেন, ‘‘খুব উত্তেজক একটা ম্যাচ হল। জানতাম এটাই হবে। কারণ, নামার আগে দলের ছেলেদের বলে দিয়েছিলাম, শেষে ফল যাই হোক না কেন এই ম্যাচই বুঝিয়ে দেবে আমাদের মানসিক দৃঢ়তা কতটা। সেই জায়গা থেকে বলতে পারি, আমরা যে ভাবে লড়াই করলাম, সেটা পরের ম্যাচগুলোয় আমাদের খেলায় প্রতিফলিত হবে। এই ম্যাচে আমরা যে ভাবে খেললাম, এবং খেলাটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলাম, তার জন্য গর্বিত।’’

অনেকেই মনে করছেন, ১৯তম ওভারে বেঙ্কটেশ আয়ারকে আনা উচিত হয়নি। কারণ তার আগে একটিও ওভার বল করেননি তিনি। ১৯তম ওভারে ১০ রান দেন বেঙ্কটেশ। তা না হলে কলকাতা জিতেও যেতে পারত। বেঙ্কটেশকে ওই সময় বল দেওয়ার পিছনে শ্রেয়সের যুক্তি, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অভিজ্ঞতা আছে বলেই ওকে বল দিয়েছিলাম। তা ছাড়া প্রতিযোগিতার শুরুর দিকে এই পরীক্ষা-নিরীক্ষাগুলো করে নেওয়া ভাল। আত্মবিশ্বাসও বাড়ে। এই ম্যাচে হারলেও আমরা প্রত্যেকে বাকি ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাস পেয়ে গেলাম।’’

প্রশংসা করলেন আরসিবি-র ব্যাটারদেরও। শ্রেয়স বলেন, ‘‘পুরো কৃতিত্ব ওদের ব্যাটারদের। কঠিন সময়টা ওরা তাড়াতাড়ি পার করে দিয়েছে।’’

কলকাতা শুক্রবার পরের ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে।

অন্য বিষয়গুলি:

IPL IPL 2022 KKR RCB Shreyas Iyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE