সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন বেঙ্গালুরুর বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। চলতি আইপিএলে দলের সামগ্রিক ভাবে খারাপ ফলের জন্য এই ক্ষমা স্বীকার গেইলের। বলেন, ‘সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। এ মরশুমে আমরা একদমই ভাল খেলতে পারিনি। নিজের পারফরম্যান্স এবং সমগ্র দলের পারফরম্যান্সে আমি হতাশ। আশা করি আগামী মরশুমে দল ঘুরে দাঁড়াবে এবং ভাল ফল করবে।’ দলের খারাপ সময়েও সমর্থকরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এই জামাইকান। তিনি বলেন, ‘দলের এই খারাপ সময়েও সমর্থকরা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন, মনোবল বাড়িয়েছেন। এ জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ’।
দশম আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ২টি মাত্র ম্যাচ জিতেছে বিরাট বাহিনী।
শুধু বেঙ্গালুরুর জন্যই নয় এ মরশুমটা মোটেও ভাল যায়নি ক্রিসেরও। গুজরাত ম্যাচ ছাড়া চলতি আইপিএলে সে ভাবে ক্যারিবিয়ান ক্যালিপসো শোনা যায়নি এই জামাইকানের ব্যাট থেকে। ৮ টি ম্যাচ খেলে গেইলের সংগ্রহ ১৫২ রান। সর্বোচ্চ গুজরাতের বিপক্ষে খেলা ৭৭ রানের লড়াকু ইনিংস। প্রসঙ্গত কিছু দিন আগেই দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন অধিনায়ক বিরাট কোহালি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy