১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ওভারে আরসিবির দরকার ছিল ১৭ রান৷ শেষ বলে কোহালিদের প্রয়োজন ছিল ৭ রান। ম্যাচের শেষ বলে মাত্র এক রান খরচ করে মুম্বইকে ম্যাচ জেতালেন লাসিথ মালিঙ্গা।
০৮১১
মালিঙ্গার ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাই এগিয়ে দিয়েছে মুম্বইকে। শেষ ওভারে তিনি দিয়েছেন মাত্র ১০ রান।
০৯১১
বুধবার ইডেনে নো বলের জন্য আন্দ্রে রাসেলের আউট বাতিল হওয়াটা জয়ের টার্নিং পয়েন্ট ছিল কেকেআরের। মুম্বইয়ের ম্যাচেও জয়ের টার্নিং পয়েন্ট সেই ‘নো বল’, বলা যেতেই পারে এমনটা।
১০১১
বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লাসিথ মালিঙ্গার শেষ বল আম্পায়ার ‘নো’ ডাকলে জিততেও পারত বেঙ্গালুরু। তবে তা না হওয়ায় মুম্বইয়ের জয়ের পথ প্রশস্ত হয়।
১১১১
ম্যাচের শেষ বলটা করতে গিয়ে লাসিথ মালিঙ্গার পা ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তা আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। যা টিভি রিপ্লে-য় ধরা পড়ে। যা নিয়ে ম্যাচের শেষে ক্ষোভ উগড়ে দেন বিরাট।