IPL 2019: Probable eleven for RCB against CSK in the Opening match of IPL dgtl
ধোনিকে মাত করতে কাদের নামাতে পারেন কোহালি?
অপেক্ষার অবসান। ধোনি বনাম কোহালির লড়াই দেখার জন্য একেবারে প্রস্তুত চেন্নাই। শনিবার সেখানেই শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে আরসিবি-র হয়ে বাইশ গজে কারা থাকতে পারেন। দেখে নিন সম্ভাব্য একাদশ।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৭:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
অপেক্ষার অবসান। ধোনি বনাম কোহালির লড়াই দেখার জন্য একেবারে প্রস্তুত চেন্নাই। শনিবার সেখানেই শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে আরসিবি-র হয়ে বাইশ গজে কারা থাকতে পারেন। দেখে নিন সম্ভাব্য একাদশ।
০২১২
২০ ওভারের আসরে ফের দর্শক মাতাতে তৈরি আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহালি। সামনে রয়েছে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের হাতছানি। এখনও পর্যন্ত ১৬৩ ম্যাচ খেলেছেন কোহালি। আর মাত্র ৫২ রান করলেই আইপিএলে ৫ হাজার পূর্ণ হবে তাঁর।
০৩১২
বিরাটের পাশে ওপেনিং স্লটে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব পটেলকে। পাওয়ার প্লে-তে স্কোরবোর্ডকে চালু রাখতে মুখিয়ে থাকবেন তিনি। ১১৮.৪২ স্ট্রাইক রেটে ১২৫ ম্যাচে ২৪৭৫ রান করেছেন পার্থিব।
০৪১২
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ ম্যাচে ২৮২ রান করেছেন এবি ডি’ভিলিয়ার্স। উদ্বোধনী ম্যাচে চমকদার শুরুর জন্য আরসিবি-র প্রথম একাদশে থাকতে পারেন এবিডি। গত আইপিএলে তিনি করেছেন ৬টি হাফ সেঞ্চুরি। তবে সেঞ্চুরি অধরাই থেকে গিয়েছে তাঁর। এ বার অবশ্যই সে রেকর্ড বদলাতে চাইবেন ডি’ভিলিয়ার্স।
০৫১২
হার্ডহিটার হিসেবে এ মরসুমে সাড়া জাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার। আইপিএলে এ বারই অভিষেক তাঁর। তা সত্ত্বেও প্রথম ম্যাচে শিমরনের দলে থাকাটা প্রায় নিশ্চিত।
০৬১২
আরসিবি দলে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিসের বদলে নিউজিল্যান্ডের কলিন ডে গ্র্যান্ডহমকে দেখা যেতে পারে। স্টোইনিস এই মুহূর্তে ব্যস্ত পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে খেলতে। ফলে তাঁর অনুপস্থিতিতে অলরাউন্ডার গ্র্যান্ডহমকে মাঠে নামাতে পারে আরসিবি।
০৭১২
আইপিএলের নিমামে ৫ কোটি টাকা দিয়ে শিবম দুবেকে দলে নিয়েছে আরসিবি। রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করে অনেকেরই নজর কেড়েছেন তিনি। বল হাতে সাফল্যের পাশাপাশি গত ডিসেম্বরে বডোদরার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মুম্বইয়ের এই ২৫ বছর বয়সির ব্যাট থেকে বেরিয়েছে এক ওভারে ৫টি ছয়। মিডল অর্ডারে দেখা যেতে পারে শিবমকে।
০৮১২
গত আইপিএলে তেমন নজরকাড়া পারফরম্যান্স করতে না পারলেও এ বারের আরসিবি দলে রয়েছে ওয়াশিংটন সুন্দর। ২০১৮-তে ৭ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছিলেন। সঙ্গে ৬৫ রান। তা সত্ত্বেও বোলিং অলরাউন্ডার হিসেবে আরসিবির জার্সিতে শনিবার দেখা যেতেই পারে সুন্দরকে।
০৯১২
চলতি বছরের গোড়ায় ভারত সফরে এসে দাগ কাটতে পারেননি অজি বোলার নাথান কুল্টার-নাইল। তবে আইপিএলে তাঁর অন্য রূপ দেখা যেতে পারে।
১০১২
বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন উমেশ যাদব। গত বারের আইপিএলে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন উমেশ। বিশ্বকাপের আগে নিজের ফর্ম ধরে রাখতে আইপিএলকেই বেছে নিতে পারেন তিনি। প্রথম ম্যাচে তাঁর দলে থাকাটাও প্রায় নিশ্চিত।
১১১২
আইপিএল কেরিয়ারে ৭০ ম্যাচে ৮২ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চহাল। স্ট্রাইক রেট ১৮.১৮। গত কয়েক বছরে আরসিবি-র দলে প্রায় নিয়মিত বোলার ছিলেন তিনি। এ বারও প্রথম ম্যাচ থেকেই বাইশ গজে দেখা যেতে পারে চহালকে।
১২১২
আরসিবি-র তরুণ ব্রিগেডের অন্যতম হায়দরাবাদের ক্রিকেটার মহম্মদ সিরাজ। প্রথম একাদশের থাকার জন্য তাঁর সঙ্গে কড়া টক্কর দিতে পারেন দিল্লির বাঁ-হাতি মিডিয়াম পেসার কুলবন্ত খোজরোলিয়া। তবে শেষমেশ বাইশ গজে দেখা যেতে পারে সিরাজকেই।