ব্র্যাভো কিন্তু আগাম হুঙ্কার দিয়ে রাখছেন বিপক্ষ দলদের।
প্রায় তিন বছর পরে ঘরের মাঠে ফিরছে চেন্নাই সুপার কিংস। গত মরসুমে চেন্নাইয়ের একটি ম্যাচই খেলা হয়েছিল চিপকে। এ বার সাতটি ঘরের মাঠই হবে সেখানে। তাই শনিবারের প্রথম ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে।
উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামার আগে চেন্নাই সুপার কিংসের ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো বলেছেন, ‘‘গত বার যে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তা পুরোপুরি ভুলে গিয়ে মাঠে নামতে চাই। এটা নতুন একটা মরসুম। যেখানে আবার আমরা চ্যাম্পিয়ন হতেই নামছি।’’
প্রথম ম্যাচেই যে চিদাম্বরম স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়া যাচ্ছে, তাতে খুশি ব্র্যাভো। সিএসকে-র ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘‘এখানে খেলতে পারাটা দারুণ ব্যাপার। চেন্নাইয়ের ঘরের মাঠে আমার ভাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সিএসকে-র মতো এত বিশাল সংখ্যক ভক্ত আর কোথাও নেই। হলুদ জার্সিতে নেমে এই শহরটার জন্য ম্যাচ জেতাতে সব চেয়ে ভাল লাগে। কারণ ক্রিকেটের জন্য এই শহরের আবেগই অন্য রকম।’’
এ বার ঘরের সব ম্যাচই চিপকে খেলবেন ধোনিরা। যে মাঠে তাঁদের ৭০ শতাংশ ম্যাচ জেতার নজির আছে। ঘরের মাঠে খেলা নিয়ে ব্র্যাভো কিন্তু আগাম হুঙ্কার দিয়ে রাখছেন বিপক্ষ দলদের, ‘‘আমাদের সাফল্যের পিছনে সমর্থকদেরও একটা বড় ভূমিকা আছে। ওরা খুবই আবেগপ্রবণ। বাইরের দলগুলো এখানে খেলতে এসে চাপটা টের পায়। আমাদের ঘরের মাঠে এসে, আমাদের হারিয়ে যাওয়াটা কিন্তু সোজা কাজ নয়।’’
গত বার নিলামে নতুন করে যে দল তৈরি করেছিল সিএসকে, তাতে বেশির ভাগ ক্রিকেটারেরই বয়স তিরিশের ওপর ছিল। যার ফলে ধোনির দলের নামকরণই হয়ে গিয়েছিল, ‘ড্যাড’স আর্মি’। যে কথাটা জানেন ব্র্যাভো। এই প্রসঙ্গ উঠলে ক্যারিবিয়ান অলরাউন্ডার বলছেন, ‘‘আমরা জানি, আমাদের কী নামে ডাকা হচ্ছিল। কিন্তু একটা কথা বলে দিতে চাই। অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না।’’
নিলামে দল বাছা প্রসঙ্গে ব্র্যাভোর মন্তব্য, ‘‘দল তৈরির সময় সিএসকের লক্ষ্য ছিল অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার মিশ্রণ। দলের প্রধান গ্রুপটাকে একই রাখা হয়েছে। আর সেটাই বড় তফাত গড়ে দিয়েছে। গত বছর সবাই আমাদের নিয়ে প্রশ্ন তুলেছিল, আর আমরা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছিলাম।’’
তাঁর গাওয়া ‘চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ গান এর আগে সাড়া ফেলেছিল। এ বারও নতুন একটি গান নিয়ে আসছেন ব্র্যাভো। যে গানের নাম ‘এশিয়া’। ব্র্যাভো বলেছেন, ‘‘বিশ্বের এই অংশের ক্রিকেটার এবং সমর্থকদের জন্য এই গানটা। আমার ভক্তরাও বেশিরভাগ এশিয়া এবং উপমহাদেশের। ওদের জন্যও আমি কিছু করতে চেয়েছিলাম। তাই
এই গান।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy