Advertisement
০৫ নভেম্বর ২০২৪

রঞ্জির মধ্যেই জাতীয় টি-টোয়েন্টি

এ বারও সম্ভবত জাতীয় ওয়ান ডে দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির তৈরি প্রাথমিক সূচি সে রকমই। মার্চ-এপ্রিলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে ’১৫-’১৬-র মরসুম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০২:৪৭
Share: Save:

এ বারও সম্ভবত জাতীয় ওয়ান ডে দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির তৈরি প্রাথমিক সূচি সে রকমই। মার্চ-এপ্রিলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে ’১৫-’১৬-র মরসুম। একই কারণে রঞ্জি লিগ ও নক আউটের মধ্যেই সেরে নেওয়া হবে টি-টোয়েন্টির আঞ্চলিক ও জাতীয় টুর্নামেন্টও। শুরুতেই আন্তঃরাজ্য ওয়ান ডে ২০ থেকে ২৮ সেপ্টেম্বর। ওয়ান ডে-র মূলপর্ব বিজয় হাজারে ট্রফি ৩-১০ অক্টোবর। ১৫ অক্টোবর শুরু রঞ্জি । যার লিগ পর্ব শেষ হওয়ার কথা ১৮ ডিসেম্বর। লিগ শেষ হওয়ার পর ২৪ থেকে ২৮ ডিসেম্বর হবে আন্তঃ আঞ্চলিক দেওধর ট্রফি। দলীপ ট্রফি সম্ভবত হচ্ছে না। সূচিতে তার উল্লেখ নেই। ২ থেকে ১১ জানুয়ারি টি-টোয়েন্টির আঞ্চলিক পর্ব এবং ১৫-১৯ জানুয়ারি মূলপর্ব। টি-টোয়েন্টির মূলপর্ব শেষের পরই ২৪ জানুয়ারি শুরু রঞ্জির নক আউট। যা শেষ হওয়ার কথা ১৭ ফেব্রুয়ারি। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি ইরানি কাপ দিয়ে শেষ হওয়ার কথা মরসুম।

অন্য বিষয়গুলি:

Twenty20 World Cup March-April 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE