Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
FIFA World Cup 2022

ফাইনালে কোন জার্সি পরে নামবেন মেসিরা? আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্স কোন জার্সি পরবে?

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স কোন রঙের জার্সি পরে খেলবে তা জানিয়ে দিয়েছে দু’দল। চিরাচরিত জার্সির বদলে কি অন্য জার্সিতে দেখা যাবে মেসিদের? এমবাপেরাই বা কোন জার্সি পরবেন?

চিরাচরিত আকাশি-সাদা জার্সিতেই কি দেখা যাবে মেসিদের? নাকি আর্জেন্টিনার জার্সির রং বদলাবে?

চিরাচরিত আকাশি-সাদা জার্সিতেই কি দেখা যাবে মেসিদের? নাকি আর্জেন্টিনার জার্সির রং বদলাবে? —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ২১:৪৭
Share: Save:

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স কোন জার্সি পরে নামবে তা জানিয়ে দিয়েছে দু’দল। লিয়োনেল মেসিদের দেখা যাবে চিরাচরিত আকাশি-সাদা জার্সিতেই। অন্য দিকে নিজেদের দ্বিতীয় জার্সি পরে নামবে ফ্রান্স। অর্থাৎ, নীল জার্সি সাদা প্যান্টের বদলে দুটোই নীল রঙের পরে নামবেন কিলিয়ান এমবাপেরা।

এ বারের বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনার হোম ম্যাচ। কারণ, তারা আগে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তাই প্রথম জার্সি পছন্দ করার সুযোগ তাদের। মেসিরা ঠিক করেছেন আকাশি-সাদা জার্সি পরেই খেলবেন। প্যান্ট সাদা রঙের। এ বারের বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরে খেলেছিলেন মেসিরা। বাকি প্রতিটি ম্যাচে একই জার্সি পরেছেন মেসিরা।

অন্য দিকে ফ্রান্স এ বারের বিশ্বকাপের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে নীল জার্সি, সাদা প্যান্ট পরে খেলেছেন। একমাত্র তিউনিশিয়ার বিরুদ্ধে পুরো নীল জার্সি পরেছিলেন তাঁরা। সেই ম্যাচ ০-১ ব্যবধানে হেরেছিল ফ্রান্স। আর্জেন্টিনা সাদা প্যান্ট পরে খেলায় ফ্রান্স নীল প্যান্ট পরে খেলতে নামবে ফাইনালে।

এই জার্সি পরেই গত বারের বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। ৪-২ গোলে বিশ্বকাপ জিতেছিল তারা। অন্য দিকে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে নীল জার্সি পরে খেলতে নেমেছিলেন মেসিরা। সে বার হারতে হয়েছিল। এ বার জার্সি বদল করায় মেসিদের ভাগ্যবদল হয় কি না সেটা দেখার।

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2022 Argentina Football France Football Lionel Messi Kylian Mbappe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy