Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Brazil

রদ্রিগোর গোলে জয় ব্রাজিলের, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তিন ম্যাচ পর স্বস্তিতে নেমারের দেশ

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে চার নম্বরে উঠে এল ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলে জিতে স্বস্তিতে তারা। গোল করলেন রদ্রিগো।

Brazil Fans

খুশি ব্রাজিলের সমর্থকেরা। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩০
Share: Save:

সাত ম্যাচে ১০ পয়েন্ট ব্রাজিলের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে চার নম্বরে উঠে এল তারা। ইকুয়েডরের বিরুদ্ধে ১-০ গোলে জিতে স্বস্তিতে ব্রাজিল। গোল করলেন রদ্রিগো।

ইকুয়েডরের বিরুদ্ধে ৩০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। বক্সের বাইরে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকেই শট নেন তিনি। ইকুয়েডরের ডিফেন্ডারের গায়ে বল লেগে জালে জড়িয়ে যায়। সেই গোল আর শোধ করতে পারেনি ইকুয়েডর। টানা তিনটি ম্যাচে হারের পর অবশেষে জয় পেল ব্রাজিল।

যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে ১০টি দল রয়েছে। এর মধ্যে ছ’টি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ। আপাতত ব্রাজিল চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। গত বারের বিশ্বজয়ীরা সাত ম্যাচে ১৮ পয়েন্ট পেয়েছে। দ্বিতীয় স্থানে উরুগুয়ে। লুইস সুয়ারেজের দল সাত ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট। তৃতীয় স্থানে কলোম্বিয়া। একই সংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brazil Brazil Football FIFA World Cup Qualifier
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE