দীর্ঘ ১৭ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন বিরাট কোহলি। সেই দলের রবীন্দ্র জাডেজা, মণীশ পাণ্ডে এবং কোহলি এখনও ক্রিকেট খেলে চলেছেন। সেই দলের এক ক্রিকেটার এ বার আম্পায়ার হয়ে গেলেন। আইপিএলে ম্যাচে পরিচালনা করবেন। কোহলির আরসিবি দলের ম্যাচেও দায়িত্বে থাকতে পারেন।
কোহলির সেই সতীর্থ তন্ময় শ্রীবাস্তব সদ্য বোর্ডের আম্পায়ারিং পরীক্ষায় পাশ করেছেন। আইপিএলে ম্যাচ পরিচালনা করার ছাড়পত্রও পেয়েছেন বোর্ডের থেকে। ২০২০ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তন্ময়। মাত্র ৩০ বছরে ক্রিকেট ছাড়ায় অনেকেই ভ্রু কুঁচকেছিলেন।
তবে তন্ময় জানিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়ে কখনও আক্ষেপ হয়নি তাঁর। বলেছেন, “আমি বুঝেছিলাম ক্রিকেটার হিসাবে সেরা সময় কাটিয়ে ফেলেছি। আইপিএলে খেলার ধারেকাছেও ছিলাম না। মনে হয়েছিল, ক্রিকেটার হিসাবে আরও খেলতে চাই, না কি দ্বিতীয় ইনিংস সফল করে তুলতে চাই। আমি দ্বিতীয়টাই বেছে নিয়েছি।”
এ ব্যাপারে তাঁকে সাহায্য করেছেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল। তন্ময়ের কথায়, “শুক্লস্যরকে বলেছিলাম ক্রিকেট খেলা ছাড়া এই সংক্রান্ত অন্য কিছু করতে চাই। আমার বয়স মাত্র ৩০ শুনে উনি অবাক হয়েছিলেন। এর পর আমরা বিকল্প নিয়ে আলোচনা করি। এনসিএ-তে লেভেল ২ পর্যায়ের কোচিং কোর্স করেছি। জানতাম এতে ফিল্ডিং কোচের বেশি কিছু করা যাবে না। তাই আম্পায়ারিংয়ে মনঃসংযোগ করি।”
আরও পড়ুন:
২০২০ সালে আম্পায়ারিংয়ের পরীক্ষা দেওয়ার সময় একাধিক কাজ করছিলেন তন্ময়। আরসিবি-র প্রতিভা অন্বেষণকারী হিসাবে কাজ ছাড়াও এনসিএ-তে অনূর্ধ্ব-১৬ এবং জম্মু ও কাশ্মীর দলের ফিল্ডিং কোচ ছিলেন। তন্ময় বলছেন, “আম্পায়ারিংয়ের পরীক্ষার জন্য পড়াশোনা করা খুব কঠিন। রাত জেগে পড়তাম। আইন এবং তার প্রভাব জানতে হয়েছে নিবিড় ভাবে।”
তন্ময় জানিয়েছেন, কোহলির সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তাঁর। তবে নিজের পথ নিজেই বেছে নিয়েছেন।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৬:২৪
আইপিএলে শাস্তির বিরাম নেই, এ বার সাজা ইশান্তের, কী দোষ করেছিলেন গুজরাতের পেসার -
১৫:১৪
ইউটিউব চ্যানেল নিয়ে বিতর্কে অশ্বিন, পিছু হটে জানালেন চেন্নাইয়ের ম্যাচের বিশ্লেষণ আর নয় -
১৩:৫০
কলকাতার চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়সকে ২৭ কোটিতে কেন কিনেছে পঞ্জাব, জানালেন পন্টিং -
১৩:৪০
ভারতীয় দল থেকে বাদ পড়া সিরাজ আইপিএলে বেগনি টুপির দৌড়ে! সাফল্যের কারণ খুঁজল আনন্দবাজার ডট কম -
১১:২৭
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া এখনও হজম হয়নি, ‘ভুল শুধরে’ বললেন সিরাজ