এ বারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি খেলার মাঠে থাকলেও তাঁর ইউটিউব চ্যানেল প্রতিটি ম্যাচের বিশ্লেষণ করছে। এমনকি চেন্নাইয়ের ম্যাচও। সে রকমই একটি বিশ্লেষণের সময় চেন্নাই সুপার কিংসের দল নির্বাচনের সমালোচনা করেছিল অশ্বিনের ইউটিউব চ্যানেল। সেই ঘটনায় বিতর্ক হয়েছে। অবশেষে পিছু হটেছেন অশ্বিন। জানিয়ে দেওয়া হয়েছে, বাকি মরসুমে চেন্নাইয়ের কোনও ম্যাচের বিশ্লেষণ সেখানে হবে না।
অশ্বিনের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণে অংশ নেন অনেকে। তেমনই এক বিশ্লেষক প্রসন্ন আগোরাম। ভারতীয় বংশোদ্ভূত প্রসন্ন থাকেন দক্ষিণ আফ্রিকায়। অশ্বিনের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভাল। সেই প্রসন্নের মতে, চেন্নাইয়ের দলে অশ্বিন ও রবীন্দ্র জাডেজা থাকার পরেও খেলানো হচ্ছে নুর আহমেদকে। আফগানিস্তানের স্পিনারের বদলে এক জন বিদেশি ব্যাটার খেলালে তারা ভাল করত বলে মনে করেন প্রসন্ন।
এই বিশ্লেষণ ভাল ভাবে নেননি চেন্নাইয়ের সমর্থকেরা। বিশেষত যেখানে নুর চেন্নাইয়ের হয়ে সবচেয়ে ভাল খেলছেন, বেগনি টুপির তালিকায় শীর্ষে রয়েছেন, সেখানে কী ভাবে তাঁকে বাইরে রাখা যায়? সমালোচনা করেছেন তাঁরা। বিতর্কের মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নেমেছে অশ্বিনের ইউটিউব চ্যানেল।
আরও পড়ুন:
একটি বিবৃতিতে তারা জানিয়েছেস “গত সপ্তাহে আমাদের একটা বিশ্লেষণ নিয়ে বিতর্ক হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাকি মরসুমে চেন্নাইয়ের কোনও ম্যাচের বিশ্লেষণ এই চ্যানেলে হবে না। আমরা বাক্স্বাধীনতায় বিশ্বাসী। এখানে বিভিন্ন বিশ্লেষক এসে তাঁদের কথা বলেন। অতিথিরা তাঁদের মত জানান। সেটা অশ্বিনের মত নয়। তাও কেউ কোনও কথায় দুঃখ পেলে আমরা ক্ষমাপ্রার্থী। অবশ্য আইপিএলের বাকি সব ম্যাচের বিশ্লেষণ আমরা করব।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিতর্ক শুরু হওয়ার পর অশ্বিনের ইউটিউব চ্যানেল নিয়ে প্রশ্ন করা হয়েছিল চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংকে। জবাবে তিনি বলেছিলেন, “অশ্বিনের যে ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি জানতামই না। তাই আমি ওই চ্যানেল দেখি না। এই প্রশ্নের কোনও মানে নেই।” তবে চাপের মধ্যে যে অশ্বিন পিছু হটলেন, তা ক্রিকেটারের এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:২৩
বুমরাহকে ছক্কা মেরে করুণের প্রত্যাবর্তন, সাত বছর পর আইপিএলে অর্ধশতরান, তবুও হার দিল্লির -
২১:১৯
রোহিত, হার্দিকের ব্যর্থতা ঢেকে বড় রান মুম্বইয়ের, অপরাজিত থাকতে দিল্লির লক্ষ্য ২০৬ রান -
১৯:১৩
ব্যাটে গন্ডগোল! ম্যাচের মাঝেই সল্ট এবং হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করলেন মাঠের আম্পায়ার -
১৮:৫১
দুই দলের ক্যাচ ফেলার প্রতিযোগিতা, সল্ট-কোহলিতে আইপিএলে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু -
১৫:০৯
‘স্টুডিয়োয় বসে মন্তব্য করা সহজ’, আইপিএলের ধারাভাষ্যকারদের উপর রেগে লাল লখনউয়ের শার্দূল