একের পর এক ম্যাচে হেরে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসাবে ফিরেও মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গী হার। ইতিমধ্যেই আইপিএলে ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গিয়েছেন তাঁরা। মাত্র দু’পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে চেন্নাই। এখান থেকে প্লে-অফে ওঠা কি সম্ভব?
সাধারণত আইপিএলের প্লে-অফে ওঠার জন্য সাত বা আটটি ম্যাচে জয় প্রয়োজন হয়। চেন্নাইয়ের এখনও আটটি ম্যাচ বাকি। ফলে কাজটা কঠিন হলেও এখনও অসম্ভব নয়। বাকি আটটি ম্যাচের সব ক’টি জিততে পারলে চেন্নাই পৌঁছে যাবে ১৮ পয়েন্টে। যা প্লে-অফে ওঠার অঙ্ক অনেক সহজ করে দেবে। যদি তারা আটটির মধ্যে সাতটিতে জিততে পারে, তা হলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে। কঠিন হবে যদি শেষ আটটি ম্যাচের মধ্যে চেন্নাই তিনটিতে হেরে যায়। সে ক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট হবে ১২। প্লে-অফে ওঠার জন্য সেটা যথেষ্ট না-ও হতে পারে।

আরও পড়ুন:
চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি এখনই প্লে-অফের আশা ছাড়তে নারাজ। তিনি বলেন, “এখনই হার মেনে নিচ্ছি না আমরা। আমাদের চেষ্টা করতে হবে প্রথম চারের মধ্যে থাকার। আইপিএল অনেক বড় প্রতিযোগিতা। আমাদের জয়ে ফিরতে হবে। এই মুহূর্তে আমরা জয় পাচ্ছি না। ভাল ক্রিকেট খেলতে পারছি না আমরা। তবে সময় যে বদলাবে না, সেটা ভেবে নেওয়া ঠিক নয়। যদি আমরা ভাল খেলতে পারি তা হলেই আত্মবিশ্বাস ফিরে পাব। কয়েকটা ম্যাচে জয় পেলেই পরিস্থিতি বদলে যাবে। প্লে-অফে ওঠার লড়াইয়ে আমরা হয়তো নীচের দিকে থাকব। এখনও অনেক ম্যাচ বাকি। বিশ্বাস করি আমরা পারব।”
পয়েন্ট তালিকায় সকলের নীচে সানরাইজার্স হায়দরাবাদ। ৫ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে তারা। চেন্নাই ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। এই তিন দলই চেষ্টা করবে দ্রুত জয়ে ফিরতে।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৬:০২
৫০ বছর বয়স হয়ে গিয়েছে, আর এমন ম্যাচ চাই না: কলকাতাকে হারিয়ে পন্টিং -
১৪:৫০
আইপিএলে গড়াপেটার গন্ধ! এক ব্যবসায়ীর থেকে ১০ দলকে দূরে থাকার নির্দেশ ক্রিকেট বোর্ডের -
১৩:৩৫
‘হাল ছেড়ো না বন্ধু!’ ক্যানসার থেকে সুস্থ হয়ে আবার আইপিএলে -
১২:৫১
আইপিএলে নজির চহলের, কলকাতাকে হারিয়ে কেকেআরেরই নারাইনকে ছুঁলেন পঞ্জাবের স্পিনার -
১২:০৭
বিয়ের ৮ বছর পর জাহির-সাগরিকার কোলে সন্তান, স্ত্রীর পোস্ট করা ছবিতে সন্তান-সহ লখনউয়ের মেন্টর