টস করার সময় তিনি দলের জয়ে ফেরার দাওয়াই বাতলে দিয়েছিলেন। অথচ শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সেই ভুলগুলিই করলেন চেন্নাইয়ের ক্রিকেটারেরা। ম্যাচের পরেই তাই কড়া সমালোচনা শোনা গেল মহেন্দ্র সিংহ ধোনির মুখে। তিনি সাফ জানালেন, কাউকে নকল করতে গেলে বিপদে পড়তে হবে।
শুক্রবার আবার ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে চেন্নাই। ৯.৪ ওভার বাকি থাকতে কলকাতার কাছে আট উইকেটে উড়ে গিয়েছে তারা। দলের ক্রিকেটারদের উদ্দেশে ধোনির সতর্কবার্তা, “পরিবেশের কথা মাথায় রাখা সবার আগে দরকার। দু’-একটা ম্যাচে আমরা ভাল খেলেছি। কিন্তু নিজে যে শটটা খেলতে পারো, সেটার উপরে বিশ্বাস রাখলে ভাল। কোনও ব্যক্তি বা দলের দিকে তাকিয়ে সেটা অনুকরণ করতে যাওয়া উচিত নয়।”
ধোনির সংযোজন, “আমাদের দলে দু’জন ভাল ওপেনার রয়েছে। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দ্রুততার সঙ্গে রান তোলার চেষ্টা না করাই ভাল। কয়েকটা বাউন্ডারি মারলে এমনিই রান বাড়তে থাকবে। যদি ৬০ রান তুলব এটা মাথায় রেখে নামি তা হলে মুশকিল। শুরুর দিকে পর পর উইকেট হারালে মিডল অর্ডারের কাজ কঠিন হয়ে যায়। তখন দ্রুত গতিতে রান তোলা যায় না।”
আরও পড়ুন:
দলের দুরবস্থা যে সহজে পাল্টাবে না এটা স্বীকার করে নিয়েছেন ধোনি নিজেই। বলেছেন, “বেশ কয়েকটা ম্যাচ আমাদের পক্ষে গেল না। অনেক গভীরে গিয়ে বিষয়টা নিয়ে ভাবতে হবে। এই পিচে কাজটা কঠিন ছিল। কিন্তু সেটা সামলানো উচিত ছিল আমাদের। আজ তো সে রকম রানই তুলতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের সময় বল থেমে থেমে আসছিল। দ্বিতীয় ইনিংসেও তা-ই হয়েছে। বিপক্ষ দলে ভাল স্পিনার থাকলে খেলা কঠিন হয়ে যায়। তার উপর আমরা লম্বা জুটিও গড়তে পারিনি।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২১:২২
সফল ব্রেভিস, ব্যর্থ চেন্নাইয়ের ব্যাটিং, ধোনিদের হারাতে হায়দরাবাদের চাই ১৫৫ রান -
১৯:৩০
কেকেআর শিবিরে যোগ দিলেন উমরান, কাশ্মীরের জোরে বোলারকে খেলানো হবে না আইপিএলে! কেন? -
১৯:১৩
দ্রাবিড়ের মতো কোচ পেয়েও এত খারাপ খেলা! রাজস্থানের ‘অর্থহীন’ ক্রিকেট দেখে ক্ষিপ্ত গাওস্কর -
১৭:৫৬
নিজেকে কোটিপতি ভাবছে, পরের আইপিএলে থাকবে তো! ১৪ বছরের বৈভবকে নিয়ে প্রশ্ন সহবাগের -
১৪:১০
আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিয়ো নিয়ে হাজির পাক ক্রিকেটার