বিয়ের ৮ বছর পর পিতৃত্বের স্বাদ পেয়েছেন জাহির খান। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে। পুত্রসন্তান হয়েছে তাঁদের। আইপিএলের মাঝেই খুশির খবর লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পরিবারে।
কবে পুত্রের জন্ম হয়েছে তা জানাননি জাহির ও সাগরিকা। সমাজমাধ্যমে পুত্রের সঙ্গে ছবি দিয়েছেন তাঁরা। সেখানে দেখা যাচ্ছে, একটি চেয়ারে সদ্যোজাতকে কোলে নিয়ে বসে রয়েছেন জাহির। তাঁর পাশে বসে সাগরিকা। পুত্রের মুখের ছবি দেননি তারকা দম্পতি। তবে তার ছোট্ট হাতের ছবি দিয়েছেন তাঁরা।
জাহির ও সাগরিকা পুত্রের নাম রেখেছেন ফতেহ্সিন, অর্থাৎ জয়ী সিংহ। সমাজমাধ্যমেই সে কথা জানিয়েছেন সাগরিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “অনেক ভালবাসা, কৃতজ্ঞতা ও ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমাদের ছোট্ট ছেলে ফতেহ্সিন খান পৃথিবীর আলো দেখেছে।” এই পোস্টের পরে ক্রিকেট ও বিনোদন জগতের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। সদ্যোজাতের জন্যও অনেক ভালবাসার বার্তা এসেছে।
আরও পড়ুন:
‘চক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান সাগরিকা। সেখানে একজন হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন জাহির ও সাগরিকা। তার ৮ বছর পর সন্তান এল তাঁদের পরিবারে। এখন সাগরিকাকে অভিনয়ে বিশেষ দেখা যায় না। মন দিয়ে সংসার করেন তিনি।
জাহির অবশ্য আইপিএলে মেন্টরের ভূমিকায় অনেক বছর ধরে রয়েছেন। আগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন তিনি। এ বারের নিলামের আগে তাঁকে মেন্টর করেছে লখনউ। সঞ্জীব গোয়েন্কার দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর। লখনউ এখনও পর্যন্ত সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে। ৮ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছেন ঋষভ পন্থেরা। প্রতিযোগিতার মাঝেই ভাল খবর এল লখনউ শিবিরে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ