আইপিএলে দেখা যাবে ৭১ বছর বয়সি অ্যালান উইলকিন্সকে। গলার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার। তবে এখন ক্যানসার সেরে গিয়েছে। ফলে আবার নিজের পুরনো ভূমিকায় ফিরতে চলেছেন উইলকিন্স।
ক্যানসার থেকে সুস্থ হওয়া ও আইপিএলে যোগ দেওয়ার কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন উইলকিন্স। তিনি লেখেন, “গলার ক্যানসার থেকে সুস্থ হওয়ার পরে যে ভারতে আইপিএলে যোগ দিতে যাচ্ছি, সেটা ভেবেই ভাল লাগছে। ঈশ্বরের আশীর্বাদে নতুন জীবন পেয়েছি। মনে হচ্ছে বয়সটা কমে গিয়েছে। হাল ছেড়ো না বন্ধু।”
কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন ও গ্লৌস্টারশায়ারের হয়ে খেলেছেন উইলকিন্স। বাঁহাতি পেসার ছিলেন তিনি। কিন্তু চোটের কারণে তাঁর ক্রিকেট কেরিয়ার তাড়াকাড়ি শেষ হয়ে যায়। তার পরে ধারাভাষ্যকার হিসাবে কাজ শুরু করেন তিনি। ১৯৮৪ সাল থেকে ধারাভাষ্য দিচ্ছেন উইলকিন্স। ক্রিকেটের পাশাপাশি রাগবি, টেনিস ও গল্ফেও ধারাভাষ্যকার হিসাবে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন:
উইলকিন্স মনে করিয়ে দিচ্ছেন স্যর জিওফ্রে বয়কটের কথা। তিনিও গলার ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। জীবনযুদ্ধে জয়ের নতুন নতুন অধ্যায় লিখছেন উইলকিন্সেরা। বাকিদেরও অনুপ্রেরণা জোগাচ্ছেন তাঁরা। আইপিএলে তাঁর আসার খবর নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা তাঁকে আবার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখতে মুখিয়ে রয়েছেন। আইপিএলের হাত ধরেই ধারাভাষ্যকার হিসাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন উইলকিন্স।