মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ১১৬ রানে শেষ হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কোনও ব্যাটার রান করতে পারেননি। তার পরেও ব্যাটারদের নিয়ে চিন্তা করছেন না কলকাতার মেন্টর ডোয়েন ব্র্যাভো। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে দলের ব্যাটারদের ফর্মে ফেরার আশায় মেন্টর।
বুধবার ইডেনে ব্র্যাভো বলেন, “দলে অনেক ম্যাচ উইনার রয়েছে। রিঙ্কু (সিংহ) একাই ম্যাচ জেতাতে পারে। (আন্দ্রে) রাসেলও সেই ক্ষমতা রাখে। রমনদীপ (সিংহ) ম্যাচ জেতাতে পারে। বেঙ্কটেশ (আয়ার) ফর্মে ফিরলে একাই ম্যাচ জেতাবে। আমি মেন্টর হিসাবে ওদের মনে করিয়ে দেব যে, ওরা কত বড় ক্রিকেটার। কোনও খেলোয়াড় টানা ১৪টি ম্যাচ ভাল খেলতে পারে না। এটা আশা করা উচিত নয়। কিন্তু দলকে উৎসাহ দিতে হবে।”
আরও পড়ুন:
দলের ব্যাটারেরা ফর্মে নেই। কারও ব্যাটেই রান নেই। ধারাবাহিকতা দেখাতে পারছেন না কেউ। ব্র্যাভো বলেন, “আমাদের দলের ব্যাটিং নিয়ে কোনও চিন্তা নেই। তিন ম্যাচ শেষে আমাদের যা অবস্থা, সেই অবস্থায় অনেক দলই রয়েছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। ঠিক পথ খুঁজে পেলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের দলের ব্যাটিং গভীরতা রয়েছে। দলে ভাল ক্রিকেটার রয়েছে। আত্মবিশ্বাস ফেরা শুধু সময়ের অপেক্ষা। সেটা হলেই আমরা জিততে শুরু করব।”
ইডেনে বৃহস্পতিবার মুখোমুখি কলকাতা এবং হায়দরাবাদ। দুই দলই নিজেদের আগের ম্যাচ হেরেছে। ফলে জয়ে ফেরার জন্য মরিয়া থাকবে তারা। অনুশীলনে রাসেলকে বড় শট খেলতে দেখা গিয়েছে। কেকেআর সমর্থকেরা আশা করবেন ম্যাচেও তাঁর থেকে এই ধরনের শট দেখা যাবে।