অধিনায়ক হিসাবে ফিরছেন সঞ্জু স্যামসন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। এত দিন সেই ছাড়পত্র না পাওয়ার কারণে শুধু ব্যাটিং করতে দেখা যাচ্ছিল তাঁকে।
এত দিন আইপিএলে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছিলেন রিয়ান পরাগ। তাঁর নেতৃত্বে দল প্রথম তিনটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে। এ বার রাজস্থানকে নেতৃত্ব দেবেন সঞ্জু। বোর্ডের এক কর্তা বলেন, “সঞ্জু পুরো ফিট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও ফিটনেস পরীক্ষায় পাশ করেছে।”
আরও পড়ুন:
রাজস্থানের পরের ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৫ এপ্রিল নিউ চণ্ডীগড়ে হবে সেই ম্যাচ। রাজস্থানের অধিনায়ক হিসাবে সেই ম্যাচে দেখা যেতে পারে সঞ্জুকে।
আইপিএল শুরুর আগে চোট ছিল সঞ্জুর। সেই সময়ই জানা গিয়েছিল যে প্রথম তিনটি ম্যাচে উইকেটরক্ষক হিসাবে দেখা যাবে না তাঁকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবেন তিনি। যে কারণে রিয়ানকে প্রথম তিন ম্যাচের জন্য অধিনায়ক করা হয়। শুধু ব্যাটার হিসাবে খেলা সঞ্জু তিন ম্যাচে ৯৯ রান করেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৬ রান করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে করেন ১৩ রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করেন ২০ রান। সঞ্জুর জায়গায় ধ্রুব জুরেল উইকেটরক্ষক হিসাবে খেলছিলেন।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৭:৩১
দিল্লির জয়ের হ্যাটট্রিকের পরেই হঠাৎ ছুটি কাটাতে গেলেন দলের মেন্টর, শুনলেন রাহুলের খোঁচাও -
১৩:৫২
উদ্বিগ্ন গোয়েন্কা রোহিতের দ্বারস্থ! লখনউ কর্ণধারকে কী পরামর্শ দিলেন ভারত অধিনায়ক -
১২:৫৯
আইপিএলের মধ্যে দল ছেড়ে হঠাৎ চেন্নাইয়ে বরুণ! নির্মাণকাজ খতিয়ে দেখলেন কেকেআর স্পিনার -
১১:৪৭
জল্পনার অবসান, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন বুমরাহ, কবে আইপিএলে খেলবেন? -
১১:২৭
ধোনিদের ঘুমপাড়ানি ব্যাটিং, ডাগ আউটে ঘুমিয়েই পড়লেন চেন্নাইয়ের ক্রিকেটার