কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ঝন্টু আলি শেখকে গান স্যালুটে বিদায় জানালেন জওয়ানেরা। নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
শুক্রবার রাতে রাজ্যে নিয়ে আসা হয়েছিল ঝন্টুর কফিনবন্দি দেহ। রাতে দেহ নিয়ে যাওয়া হয়েছিল ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেখান থেকে শনিবার সকালে দেহ নিয়ে যাওয়া হয় তেহট্টের পাথরঘাটায় জওয়ানের গ্রামের বাড়িতে। সেখানে গান স্যালুটে ঝন্টুকে শেষ বিদায় জানানো হয়।
ঝন্টুর কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা, বাবা এবং স্ত্রী। স্ত্রী বলেন, ‘‘আমরা শুধু বদলা চাই। যে ভাবে ওঁকে মারা হয়েছে, জঙ্গিদেরও ওই ভাবেই মারা হোক।’’ সকাল থেকে ঝন্টুর বাড়িতে ভিড় করেছিলেন পাড়াপড়শিরা।
পহেলগাঁও-কাণ্ড নিয়ে শোরগোলের আবহে জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেনা জওয়ান ঝন্টুর। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন তিনি। ঝন্টুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার ঝন্টুর দাদা নাজিম শেখকে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। নাজিম জানিয়েছেন, যে কোনও প্রয়োজনে তাঁকে সরাসরি ফোন করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
ঝন্টুর দাদা নাজিম এবং বৌদি অনিন্দিতা শেখও ভারতীয় সেনায় রয়েছেন। অনিন্দিতা কাশ্মীরেই রয়েছেন। তাঁর মাধ্যমেই গ্রামের বাড়িতে বসে ছোট ছেলের মৃত্যুসংবাদ পান ঝন্টুর বৃদ্ধ বাবা-মা।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা
-
সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান থেকে পর পর চিঠি, ভারত কি অবস্থান বদলাবে? উত্তর দিলেন জলশক্তিমন্ত্রী
-
প্রতিরক্ষায় কতটা দক্ষ ভারত? সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক ‘শত্রু’ দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান!
-
ভারত নিয়ে ফোনে আলোচনা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সৌদির যুবরাজের! কী কথা হল? কী বললেন শাহবাজ়