এ বারের আইপিএলে প্রথম চারে ওঠার লড়াই চলছে। ১০ দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে গুজরাত টাইটান্স। তাদের সঙ্গে লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই তিন দলেরই ১২ পয়েন্ট। আর কোন কোন দল রয়েছে লড়াইয়ে?
গুজরাত টাইটান্স
আটটি ম্যাচের মধ্যে ছ’টিতে জিতেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন শুভমন গিলেরা। এখনও ম্যাচ বাকি রয়েছে রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। বাকি ছ’টি ম্যাচের মধ্যে তিনটিতে জিততে পারলেই প্লে-অফে জায়গা পাকা করে ফেলতে পারে গুজরাত।
দিল্লি ক্যাপিটালস
গুজরাতের মতো দিল্লি ক্যাপিটালসও আট ম্যাচে ছ’টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট পেয়েছে। তাদেরও তিনটি ম্যাচে জয় দরকার। ম্যাচ বাকি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
আরও পড়ুন:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও বেঙ্গালুরু ন’টি ম্যাচ খেলেছে। তাদের বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। প্রথম চারে জায়গা পাকা করতে আরও তিনটি ম্যাচ জিততে হবে বেঙ্গালুরুকে। তাদের ম্যাচ বাকি রয়েছে দিল্লি, চেন্নাই, লখনউ, হায়দরাবাদ এবং কলকাতার বিরুদ্ধে।
মুম্বই ইন্ডিয়ান্স
শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। কিন্তু তারা ফর্মে ফিরেছে। পর পর চারটি ম্যাচ জিতেছে। ন’টি ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে তারা। বাকি রয়েছে পাঁচটি ম্যাচ। তার মধ্যে চারটিতে জিততে পারলে প্রথম চারে জায়গা পাকা। মুম্বইয়ের ম্যাচ বাকি লখনউ, রাজস্থান, গুজরাত, পঞ্জাব এবং দিল্লির বিরুদ্ধে।
পঞ্জাব কিংস
আটটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে পঞ্জাব। ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তারা। বাকি ছ’টি ম্যাচের মধ্যে অন্তত চারটি জিততে হবে তাদের। তা হলে প্রথম চারে জায়গা পাকা শ্রেয়স আয়ারদের। পঞ্জাবের ম্যাচ বাকি কলকাতা, চেন্নাই, লখনউ, দিল্লি, মুম্বই এবং রাজস্থানের বিরুদ্ধে।

লখনউ সুপার জায়ান্টস
ন’টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে লখনউ। ১০ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছে তারা। বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত চারটি জিততে হবে তাদের। কাজটা বেশ কঠিন। লখনউয়ের ম্যাচ বাকি মুম্বই, পঞ্জাব, বেঙ্গালুরু, গুজরাত এবং হায়দরাবাদের বিরুদ্ধে।
কলকাতা নাইট রাইডার্স
ফর্মে নেই কলকাতা। একটি জিতলে পরেরটি হেরে যায়। আটটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে তারা। বাকি ছ’টি ম্যাচই জিতলে জায়গা নিশ্চিত হতে পারে। যা খুবই কঠিন। অন্তত পাঁচটি জিতলে লড়াইয়ে থাকতে পারে কলকাতা। এখনও পঞ্জাব, দিল্লি, রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ বাকি অজিঙ্ক রাহানেদের।
সানরাইজার্স হায়দরাবাদ
ন’টি ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে হায়দরাবাদ। ম্যাচ বাকি রয়েছে গুজরাত, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু এবং লখনউয়ের বিরুদ্ধে। সেই পাঁচটি ম্যাচের সব ক’টি জিতলেও হায়দরাবাদ ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে। ক্ষীণ আশা রাখতে পারে তারা।
রাজস্থান রয়্যালস
ন’টি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জিতেছে রাজস্থান। বাকি পাঁচটি ম্যাচের সব জিতলেও ১৪ পয়েন্টের বেশি পৌঁছতে পারবে না তারা। ফলে প্লে-অফে ওঠার রাস্তা প্রায় বন্ধ। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগও সে কথা মেনে নিয়েছেন। এখনও গুজরাত, মুম্বই, কলকাতা, চেন্নাই এবং পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বাকি তাদের।
চেন্নাই সুপার কিংস
লিগ তালিকায় সকলের শেষে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা। পঞ্জাব, বেঙ্গালুরু, কলকাতা, রাজস্থান এবং গুজরাতের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে। তারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছোতে পারে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ