Advertisement
E-Paper

আইসিসির মসনদে জয়, পঞ্চম ভারতীয় হিসাবে শীর্ষ পদে, দায়িত্ব নিয়ে জানালেন দু’টি লক্ষ্যের কথা

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যেই আইসিসির মসনদে জয়। বিসিসিআইয়ের সদ্য প্রাক্তন সচিব পঞ্চম ভারতীয় হিসাবে সংস্থার সর্বোচ্চ পদে বসলেন।

picture of Jay Shah

জয় শাহ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৯
Share
Save

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করলেন জয় শাহ। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যেই আইসিসির মসনদে বসলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদ্য প্রাক্তন সচিব। গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হলেন জয়।

প্রত্যাশা মতোই ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের কার্যভার গ্রহণ করলেন জয়। দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং মহিলাদের ক্রিকেটের অগ্রগতিকে অগ্রাধিকার দেবেন। দায়িত্ব নেওয়ার পর জয় বলেছেন, ‘‘আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আইসিসির পরিচালক এবং সদস্য বোর্ডগুলির সমর্থন এবং বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা এখন ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যও কাজ করছি আমরা। চেষ্টা করা হচ্ছে খেলাটাকে আরও আকর্ষণীয় করার। তিন ধরনের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যেতে হবে। মহিলাদের ক্রিকেটেরও বিশ্বব্যাপী প্রসারের চেষ্টা করা হচ্ছে। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আইসিসির সব কমিটি এবং সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই।’’ নিজের বক্তব্যে ধন্যবাদ জানিয়েছেন বার্কলেকেও।

২০০৯ সালে প্রথম ক্রিকেট প্রশাসনে এসেছিলেন জয়। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে তাঁর কাজ শুরু। বিসিসিআইয়ে কনিষ্ঠতম সচিবও তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয়। উল্লেখ্য, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র।

ICC Jay Shah BCCI Chairperson

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}