দিনদুপুরে ভ্যান নিয়ে সব্জি বিক্রি করতে বেরিয়েছিলেন এক সব্জিবিক্রেতা। সেই রাস্তা দিয়ে একই অভিমুখে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। গাড়ি চালানোর সময় ভ্যানের সঙ্গে গাড়িটির ধাক্কা লেগে যায়। তা নিয়ে মাঝরাস্তায় শুরু হয় অশান্তি। কথা কাটাকাটি থেকে শুরু হয়ে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জীতেন্দ্র বর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় পড়ে যাওয়া সব্জি তুলে ভ্যানে রাখছেন এক সব্জিবিক্রেতা। তাঁর পাশে গাড়ি দাঁড় করিয়ে তা ভাল করে পরখ করছেন সেই গাড়ির চালক। ভ্যানচালকটি অনবরত গাড়ির চালকের দিকে তাকিয়ে চিৎকার করে যাচ্ছেন। তখনই ভ্যানচালকের দিকে রেগেমেগে এগিয়ে গেলেন গাড়ির চালক। তাঁকে এগিয়ে যেতে দেখে ওই ব্যক্তির সঙ্গে হাতাহাতি শুরু করে দিলেন সব্জিবিক্রেতা। মারলেন চড়-থাপ্পড়ও।
হাত ধরে মচকে দিয়ে বেধড়ক মারতে শুরু করলেন গাড়ির চালককে। আসলে গাড়ি এবং ভ্যানটি একই অভিমুখে যাচ্ছিল। কোনও ভাবে গাড়ির সঙ্গে ভ্যানটির ধাক্কা লেগে যায়। তা নিয়ে দুই চালকের মধ্যে অশান্তি শুরু হয়। তাঁদের ঘিরে লোকজন জড়ো হয়ে পড়ে। ঝগড়া-মারধর করার পর সেখান থেকে ভ্যান নিয়ে চলে যান সব্জিবিক্রেতা। গাড়ির সামনে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় চালককে। ঘটনাটি উত্তরপ্রদেশের সম্ভল জেলায় ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা স্থানীয় পুলিশের নজর কেড়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।